Homeশিক্ষা ও কেরিয়ারনয়া পেনশন নীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, ‘ইউনিফাইড পেনশন স্কিম’-এ কী সুবিধা মিলবে?

নয়া পেনশন নীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, ‘ইউনিফাইড পেনশন স্কিম’-এ কী সুবিধা মিলবে?

প্রকাশিত

মোদী সরকার নতুন পেনশন নীতি ‘ইউনিফাইড পেনশন স্কিম’ (UPS) চালু করার ঘোষণা করল। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমের সামনে এই ঘোষণা করেন। নতুন পেনশন নীতির আওতায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। নতুন এই স্কিম ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন পেনশন নীতি সম্পর্কে বিশদে জানাতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘ইউনিফাইড পেনশন স্কিম’ পুরানো পেনশন নীতির থেকে একেবারে ভিন্ন। এখানে পেনশনের অঙ্ক নির্ভর করবে কর্মীর চাকরির মেয়াদের উপর। উদাহরণস্বরূপ, যদি কোনও কর্মী ২৫ বছর পর্যন্ত চাকরি করেন, তবে অবসরের আগের ১২ মাসের বেসিক-পে-এর ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। এছাড়াও, কোনও পেনভোগীর মৃত্যু হলে, তাঁর পরিবার মৃত্যুকালীন পেনশনের ৬০ শতাংশ পর্যন্ত পাবে।

পাশাপাশি, ১০ বছর চাকরি করার পর যদি কেউ চাকরি ছেড়ে দেন, তবে তিনি মাসিক ১০ হাজার টাকা পেনশন হিসেবে পাবেন। এই নতুন পেনশন নীতির মাধ্যমে কর্মচারীরা চাইলে ন্যাশনাল পেনশন স্কিম (NPS) অথবা ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে পারবেন। ইউনিফাইড পেনশন স্কিমের ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশন অঙ্কও বাড়বে। যারা বর্তমানে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রয়েছেন, তাঁরাও চাইলে নতুন পেনশন স্কিমে স্থানান্তরিত হতে পারবেন।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নিচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

উল্লেখ্য, পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ বহুদিন ধরে সরব ছিলেন। এই দাবির প্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’-এর প্রতিনিধিরা। তবে বিশেষজ্ঞদের মতে, পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনলে সরকারের উপর আর্থিক বোঝা অনেক বেড়ে যেত। এই পরিস্থিতিতে সরকার নতুন ‘ইউনিফাইড পেনশন স্কিম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এই স্কিমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেনশন তহবিলে অবদান রাখা হবে ১৮.৫ শতাংশ, যা বর্তমানে বিদ্যমান NPS-এর তুলনায় সামান্য বেশি। NPS-এ কর্মচারীদের অবদান ১০ শতাংশ এবং সরকারের অবদান ১৮ শতাংশ। এই নতুন স্কিমের মাধ্যমে সরকার আশা করছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।