Homeশিক্ষা ও কেরিয়ারজয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সে তৃতীয় চেষ্টা নয়, তবে বিশেষ ক্ষেত্রে ছাড় দিল সুপ্রিম...

জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সে তৃতীয় চেষ্টা নয়, তবে বিশেষ ক্ষেত্রে ছাড় দিল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

জয়েন্ট এন্ট্রাস এগ্জামিনেশন (অ্যাডভান্সড) নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। পরীক্ষার প্রচেষ্টার সংখ্যা তিন থেকে দুই-এ কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে পড়ুয়াদের একটি আবেদনের প্রেক্ষিতে আংশিক স্বস্তি মিলল। শীর্ষ আদালত রায় দিয়েছে, ৫ নভেম্বর, ২০২৪ থেকে ১৮ নভেম্বর, ২০২৪-এর মধ্যে নিজেদের কোর্স থেকে ড্রপআউট করা শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

তবে, জেইই (অ্যাডভান্সড)-এর প্রচেষ্টার সংখ্যা কমানোর সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে।

সিনিয়র আইনজীবী কে পরমেশ্বর শিক্ষার্থীদের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, “প্রথমে তিনটি প্রচেষ্টা অনুমোদন করা হয়েছিল, কিন্তু মাত্র ১৩ দিনের মধ্যে তা প্রত্যাহার করা হয়। এটি একেবারেই অন্যায্য। ৫ নভেম্বর, ২০২৪-এ একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ২০২৩, ২০২৪, এবং ২০২৫ সালের শিক্ষার্থীরা যোগ্য হবে। এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে, যা অপরিবর্তনীয়।”

জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের (জেএবি) পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে যুক্তি দেখান, “নিয়মিত ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের বি-টেক কোর্সের পরিবর্তে জেইই পরীক্ষার দিকে বেশি মনোযোগ দিচ্ছিল। এটি শিক্ষার্থীদের স্বার্থে নেওয়া একটি নীতিগত সিদ্ধান্ত।”

বিচারপতি বিআর গাভৈ এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে, “৫ নভেম্বর, ২০২৪-এর প্রেস বিজ্ঞপ্তিতে একটি স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ২০২৩, ২০২৪, এবং ২০২৫ সালের পরীক্ষার্থীরা জেইই (অ্যাডভান্সড)-এ বসতে পারবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে যদি কোনো শিক্ষার্থী নিজের কোর্স থেকে ড্রপআউট করে থাকে, তবে ১৮ নভেম্বর, ২০২৪-এ সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করা তাদের ক্ষতির কারণ হতে পারে না।”

আদালত আরও জানিয়েছে, “বিশেষ পরিস্থিতিতে, জেএবি-এর সিদ্ধান্তের গুণগত মান নিয়ে মন্তব্য না করেও, ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর, ২০২৪-এর মধ্যে ড্রপআউট করা শিক্ষার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে।”

আদালত স্পষ্ট করেছে যে কর্তৃপক্ষের বুদ্ধিমত্তার ওপর কোনও প্রশ্ন তোলা হচ্ছে না। বেঞ্চ বলে, “যদি কোনও যুক্তিসঙ্গত কারণে প্রচেষ্টার সীমা তিন বছর থেকে দুই বছরে কমানো হয়ে থাকে, তবে তাতে কোনও ভুল নেই।”

৫ নভেম্বর, ২০২৪-এ জেএবি ঘোষণা করেছিল যে শিক্ষার্থীরা জেইই (অ্যাডভান্সড)-এ তিনবার বসতে পারবে। কিন্তু ১৩ দিন পর, ১৮ নভেম্বর, ২০২৪-এ সেই সিদ্ধান্ত বদলে প্রচেষ্টার সংখ্যা দুই-এ নামিয়ে আনা হয়।

এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং এই রায়ে আংশিক স্বস্তি মিলল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নদিয়ায় ৪০ স্নাতকের চাকরি, কমিউনিটি অডিটর নিয়োগে বিজ্ঞপ্তি জারি

নদিয়ায় কমিউনিটি অডিটর পদে ৪০ জন স্নাতক নিয়োগ করবে জেলা প্রশাসন। আবেদন করতে হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে। বিস্তারিত তথ্য মিলবে nadia.gov.in ওয়েবসাইটে।

উচ্চমাধ্যমিকেও স্বচ্ছতার পথে বড় পদক্ষেপ, প্রকাশ হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট

প্রথম সেমেস্টারের ফল ঘোষণার ৭২ ঘণ্টা পর থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওএমআর শিট। সংসদ বলছে, পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।