২০২৪-এর ফলপ্রকাশ করে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পর্ষদ জানিয়েছে। শীঘ্রই পরীক্ষার রুটিন দেওয়া হবে বলে পর্ষদ কর্তারা জানিয়েছেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একাধিক ছুটি রয়েছে বলে, তা দেখে পরীক্ষার সূচি ঠিক করা হবে।
এ বছরের ফল
এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। মেধাতালিকায় পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ জন, মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন।
এক নজরে প্রথম তিন
প্রথম চন্দ্রচূড় সেন। স্কুল নাম: রামভোলা হাইস্কুল, জেলা: কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৬৯৩ (৯৯ শতাংশ)।
দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু। স্কুল নাম: পুরুলিয়া জেলা স্কুল, জেলা পুরুলিয়া। প্রাপ্ত নম্বর: ৬৯২ ( ৯৮.৯৬ শতাংশ)।
তৃতীয় স্থানে রয়েছে ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতরঞ্জন পালের প্রাপ্ত নম্বর ৬৯১।