Homeশিক্ষা ও কেরিয়ারশুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের...

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

প্রকাশিত

অজন্তা চৌধুরী

শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা সাফল্যের সঙ্গে পার করে ফেলল দুটো বছর। ২০২২ সালে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয় শিল্পায়ন নাট্যবিদ্যালয়ের। তারা যৌথভাবে এই প্রশিক্ষণ দিয়ে আসছে। কোর্স শুরু হয় ২০২৩ সালে।

মৌ স্বাক্ষরের দিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দ এবং দীপা ব্রহ্ম (অধুনা প্রয়াত)। আগামী ৬ জুলাই থেকে শুরু হচ্ছে নতুন বছরের অভিনয় শেখার ডিপ্লোমা কোর্সের পাঠক্রম। বছরভর এই পাঠক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলার প্রথিতযশা নাট্যশিল্পীরা।

শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অধ্যক্ষ আশিস চট্টোপাধ্যায় জানালেন, “প্রথম বছর থেকেই জেলার কোনো নাট্যবিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে শামিল হয়েছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শিল্পায়ন নাট্য বিদ্যালয় ভারতবর্ষের মধ্যে একমাত্র নাট্য বিদ্যালয়, যা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মহাবিদ্যালয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে মৌ চুক্তি করতে পেরেছে। ৬ জুলাই থেকে এই নাট্য বিদ্যালয়ের নতুন সেশন শুরু হচ্ছে। এ বছর বাংলার প্রথিতযশা নাট্যব্যক্তিত্বরা পঠনপাঠনে সহায়তা করবেন বলে কথা দিয়েছেন এবং ইতিমধ্যে তার একটা তালিকাও তৈরি হয়ে গেছে। হাতে কলমে অভিনয়ের এক বছরের এই কোর্সের পর এখান থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় তাতে রামকৃষ্ণ মিশন এবং শিল্পায়নের লোগো থাকে যৌথ ভাবে। যে কোনো শিক্ষার্থীর জীবনে এটি অনেক বড় প্রাপ্তি।”

এক বছরের এই পাঠ্যক্রমের ক্লাস হয় প্রতি রবিবার সকাল থেকে। ছোটো এবং বড়োদের বিভাগ নিয়ে থাকবে দুটি পৃথক ক্লাস। ছোটোদের বয়সসীমা ৯ বছর থেকে ১৪ বছর পর্যন্ত। বড়োদের ১৪ বছরের পর থেকে শুরু করে কোনো ঊর্ধ্বসীমা নেই। ছ’মাসে একটা সেমেস্টারে থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। বছর শেষে ফাইনাল পরীক্ষা। প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয় যৌথ ভাবে শিল্পায়ন নাট্য বিদ্যালয় ও বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির মহাবিদ্যালযের পক্ষ থেকে।

চলছে অভিনয় পাঠ্যক্রমের প্র্যাকটিক্যাল ক্লাস।

বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দীপঙ্কর মল্লিক জানালেন, “শিল্পায়ন নাট্য বিদ্যালয় এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় মঠ, এই স্বশাসিত প্রতিষ্ঠান যৌথ ভাবে এই ডিপ্লোমা কোর্স চালু করেছে এবং এর একটা উদ্দেশ্য আছে। সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে যদি তাকানো যায়, তা হলে দেখা যাবে নাট্য প্রশিক্ষণ এমন একটি জায়গা যেখানে গিয়ে ছাত্ররা নিজেদের ইচ্ছা অনুসারে জীবন এবং জীবিকার একটি পথান্বেষণ করতে পারে।”

দীপঙ্করবাবু আরও বলেন, শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, যারা ভবিষ্যতে একইসঙ্গে অ্যাকাডেমিক ছত্রছায়ায় আসবে এবং ছাত্রছাত্রীরা অভিনয় শেখার সঙ্গে সঙ্গে এমন কতগুলো বিষয় জানবে ও শিখবে যেগুলো আলাদা ভাবে তাদের পক্ষে আয়ত্ত করা মুশকিল। তাদের এমন ভাবে গ্রুমিং করানো হবে যাতে অভিনয়ের আলো থেকে মিউজিক, ডান্স থেকে কস্টিউম তৈরি, এই সমস্ত বিষয় ভালো করে জানতে পারবে। এমনকি এই প্রশিক্ষণে মার্শাল আর্ট পর্যন্ত শেখানো হয়। শিক্ষার্থীদের পরবর্তী পেশাদার জীবনের জন্য ভালো করে তৈরি করে দেওয়া এই পাঠ্যক্রমের উদ্দেশ্য। এর ফলে গ্রাম তথা মফস্‌সলের ছেলেমেয়েরাও অভিনয়টা ভালো করে শিখে পরবর্তী জীবনে তাকে কাজে লাগাতে পারবে। এই পাঠ্যক্রমের বয়স এখন তিন বছর, আশা করি ভবিষ্যতেও এটা চলতে থাকবে। তবেই এই প্রশিক্ষণ সার্থকতা পাবে।”

আরও পড়ুন

ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে স্নাতক পাঠ্যক্রমও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু— বিস্তারিত জানুন

ভারতীয় রেলে ২২ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইনে আবেদন, ফি নেই— জেনে নিন পদ, যোগ্যতা ও শেষ তারিখ।

পশ্চিম মেদিনীপুরে সরকারি চাকরি: অ্যাডিশনাল ইনস্পেকটর থেকে পিয়ন—১৮টি শূন্যপদে নিয়োগ, জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ

পশ্চিম মেদিনীপুরে সরকারি দফতরে ১৮টি শূন্যপদে নিয়োগ। জানুয়ারিতে ওয়াক-ইন ইন্টারভিউ, বেতন ৮,০০০–১৫,000 টাকা। পদ, তারিখ ও শর্ত জেনে নিন।

ক্রীড়া প্রশাসনে কাজের সুযোগ! ২০২৬ সাল থেকে কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপ চালু কেন্দ্রের

২০২৬ সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও ন্যাডা-সহ বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। ক্রীড়া বিজ্ঞান, ডোপিং নীতি, ম্যাচ ম্যানেজমেন্ট থেকে প্রশাসনিক দক্ষতা—সব ক্ষেত্রেই প্রশিক্ষণ।