Homeশিক্ষা ও কেরিয়াররাজ্য সরকারি সংস্থায় বহু শূন্যপদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

রাজ্য সরকারি সংস্থায় বহু শূন্যপদে নিয়োগ, কী ভাবে করবেন আবেদন

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBPDCL) ৮৩টি শূন্যপদে নিয়োগ। অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার পদে আবেদন চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

প্রকাশিত

রাজ্য বিদ্যুৎ পর্ষদ বা দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (ডব্লিউবিপিডিসিএল) ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে। 

অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কোলিয়ারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) ও সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন নেওয়া। ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbpdcl.co.in) মারফত। ৩ বছরের চুক্তিভিত্তিক চাকরি। 

অ্যাসিসট্যান্ট মাইনস ম্যানেজার পদে ৪৬টি শূন্যপদ, মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা আর প্রথম বা দ্বিতীয় শ্রেণিতে ম্যানেজার সার্টিফিকেট, ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

ওয়েলফেয়ার অফিসার পদে শূন্যপদ ১, স্নাতক হতে হবে, ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট/ডিপ্লোমা/এমবিএ/এমএসডব্লিউ, সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোলিয়ারি ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১৪, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে এবং ১-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে শূন্যপদ ১০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে শূন্যপদ ২, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা আর ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

সার্ভেয়ার পদে ১০টি শূন্যপদ রয়েছে। মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিজিএমএস সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে। ১-৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, পশ্চিমবঙ্গের ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, পশ্চিমবঙ্গের শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ও বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

আরও পড়ুন

মুর্শিদাবাদে স্বাস্থ্য দফতরে বড় নিয়োগ! মেডিক্যাল অফিসার-ল্যাব টেকনিশিয়ান সহ ৬০টি শূন্যপদে আবেদন চলছে

মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ৬০টি শূন্যপদে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনিশিয়ান ও অডিওলজিস্ট নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করা যাবে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত wbhealth.gov.in বা murshidabad.gov.in ওয়েবসাইটে। বেতন ২২-৭০ হাজার টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার পদে ৫৮টি শূন্যপদে নিয়োগ হবে। স্নাতক ও এমবিএ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে ৯ অক্টোবরের মধ্যে। জেনে নিন যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া।

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।