কলকাতা: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু এবং শেষ হবে ফেব্রুয়ারি মাসেই। তবে পরীক্ষা শুরুর সময় কিছুটা পিছিয়ে যাচ্ছে।
বুধবার প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। একই সাংবাদিক বৈঠকে পরের বছরের উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্টও জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
পরের বছরের উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্টও জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি জানান,”পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি”। পরীক্ষার সময়ও পরিবর্তন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত এ বছর সময় দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিকে। পরের বছরের পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত।
এ বছর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৪ মার্চ। ৬০টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। এ বার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এ বছর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হল পরীক্ষার ৫৭ দিনের মাথায়। এই প্রথম বার মার্কশিটে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। আগামী ৩১ মে থেকে ৫১টি সেন্টার থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট। সেদিনই পড়ুয়াদের হাতেও তুলে দেওয়া হবে মার্কশিট।