Homeবিনোদন‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

প্রকাশিত

‘তারক মেহেতা কা উল্টা চশমা’ সিরিয়ালে রোশন সোধির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা গুরুচরণ সিং বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি গত ১৭-১৮ দিন ধরে কোনো খাবার বা জল গ্রহণ করেননি। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ভক্তি সোনি জানিয়েছেন, গুরুচরণ জীবনের প্রতি অনীহা প্রকাশ করেছেন এবং  অভিনেতার ধারণা, জানুয়ারির ১৩-১৪ তারিখের মধ্যে তিনি বুঝতে পারবেন যে তিনি পৃথিবীতে থাকবেন কি না।

ভক্তি সোনি ইউটিউবার ভিকি লালওয়ানির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “গুরুচরণ চেয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রি থেকে ডাক পাবেন। কিন্তু সেই সাড়া তিনি পাননি। এ কারণে তিনি এমন আধ্যাত্মিক যাত্রায় রয়েছেন।”

২০২৪ সালের এপ্রিল মাসে গুরুচরণ সিং নিখোঁজ হয়েছিলেন। পরে ফিরে এসে জানান, তিনি কাউকে কিছু না জানিয়ে ‘আধ্যাত্মিক যাত্রায়’ গিয়েছিলেন। ভক্তি সোনি জানান, “তিনি বলেছিলেন, হিমালয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কিছু কারণে ফিরে আসেন। তাঁর দাবি, কোনো ঐশ্বরিক শক্তি তাঁকে ফিরে আসতে বলেছে। এখন তিনি গুরুদের নির্দেশে কাজ করছেন এবং সন্ন্যাস গ্রহণ করতে চান। তিনি কোনো পার্থিব সুখের পেছনে দৌড়তে চান না।”

গুরুচরণ সিংয়ের মা তাঁকে খাবার এবং জল গ্রহণের অনুরোধ করছেন, কিন্তু তিনি কারও কথা শুনছেন না বলে জানা গেছে। ভক্তি সোনি আরও বলেন, “তিনি খুবই সংবেদনশীল একজন মানুষ। এখন তিনি বিশ্বাস করছেন যে কেউ তাঁর পাশে নেই।”

অভিনেতা গুরুচরণ আগে জানিয়েছিলেন, তিনি তাঁর ঋণ (১.২ কোটি টাকা) পরিশোধ করতে এবং তাঁর বাবা-মায়ের যত্ন নিতে চান। তবে তাঁর বন্ধুর মতে, ঋণ পরিশোধ করতে না পারা তাঁর উপবাসের কারণ নয়। সোনি জানান, “তাঁর বাবার ৫৫ কোটি টাকার মূল্যের ৮টি দোকান রয়েছে। তবে ভাড়াটিয়াদের কারণে তাঁরা দোকানগুলো বিক্রি করতে পারছেন না। তিনি একটি মামলায় লড়ছেন। মামলা জিতলে এই ঋণ কোনো বিষয় নয়।”

৭ জানুয়ারি গুরুচরণ সিং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে হাসপাতালের শয্যায় শুয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং হাসপাতালের ঘরের দৃশ্য দেখান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।