Homeবিনোদনআলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী,...

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।

প্রকাশিত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেট্টি-কে গ্রেফতার করল মুম্বইয়ের জুহু পুলিশ। অভিযোগ, তিনি আলিয়া এবং তাঁর প্রযোজনা সংস্থা Eternal Sunshine Productions Pvt Ltd-এর তহবিল থেকে ₹৭৬,৯০,৮৯২ টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বলিউডে শোরগোল পড়ে গিয়েছে।

কে এই বেদিকা শেট্টি?

দুই বছরেরও বেশি সময় ধরে আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন বেদিকা। শুধু ব্যক্তিগত নয়, প্রযোজনা সংস্থার দৈনন্দিন কাজকর্ম, আর্থিক লেনদেন, অনুষ্ঠান সংক্রান্ত পরিকল্পনা—সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

সেই আস্থার সুযোগ নিয়ে আলিয়ার স্বাক্ষর নকল করে এবং মিথ্যা ইনভয়েস বানিয়ে বিপুল পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেন বলে অভিযোগ পুলিশের।

কীভাবে ফাঁস হল প্রতারণা?

২০২৩-২০২৫ সালের মধ্যে একাধিকবার এই জালিয়াতি হয় বলে জানা গিয়েছে। বিষয়টি প্রথম সামনে আসে এই বছরের জানুয়ারিতে, যখন একটি ইভেন্ট সংক্রান্ত ভুয়ো বিল পান আলিয়া। বিলের নম্বরে ফোন করতেই তা চলে যায় বেদিকার এক বন্ধুর কাছে।

সন্দেহ হওয়ায় নিজস্ব হিসাবপত্র খতিয়ে দেখেন আলিয়া, এবং সেখানে নজরে আসে চাঞ্চল্যকর তথ্য। বিষয়টি নিয়ে আলিয়ার মা সোনি রাজদান অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে জানুয়ারি মাসে জুহু থানায় এফআইআর রুজু হয়।

পাঁচ মাস ধরে পলাতক ছিলেন বেদিকা

অভিযোগ জমা পড়ার পর থেকেই একাধিক শহর ঘুরে বেড়াচ্ছিলেন বেদিকা। কখনও মঙ্গলুরু, কখনও রাজস্থান, কখনও পুনে—অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

জানা গিয়েছে, মে মাসে তাঁর জামিনের আবেদন খারিজ করে সেশন কোর্ট এবং জুনে বম্বে হাইকোর্টেও অন্তর্বর্তীকালীন সুরক্ষা চাওয়া আবেদন নাকচ হয়।

তদন্তে আর কী জানাচ্ছে পুলিশ?

পুলিশ সূত্রে খবর, বেদিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে, যাতে বোঝা যায় কাদের সাহায্যে এত বড় আর্থিক জালিয়াতি ঘটানো সম্ভব হয়েছে।

এখনও পর্যন্ত আলিয়া বা তাঁর টিমের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, এই ঘটনার পর প্রযোজনা সংস্থার আর্থিক নজরদারি ও কর্মী বাছাইয়ে আরও কড়াকড়ি আনা হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।