বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেট্টি-কে গ্রেফতার করল মুম্বইয়ের জুহু পুলিশ। অভিযোগ, তিনি আলিয়া এবং তাঁর প্রযোজনা সংস্থা Eternal Sunshine Productions Pvt Ltd-এর তহবিল থেকে ₹৭৬,৯০,৮৯২ টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বলিউডে শোরগোল পড়ে গিয়েছে।
কে এই বেদিকা শেট্টি?
দুই বছরেরও বেশি সময় ধরে আলিয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন বেদিকা। শুধু ব্যক্তিগত নয়, প্রযোজনা সংস্থার দৈনন্দিন কাজকর্ম, আর্থিক লেনদেন, অনুষ্ঠান সংক্রান্ত পরিকল্পনা—সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
সেই আস্থার সুযোগ নিয়ে আলিয়ার স্বাক্ষর নকল করে এবং মিথ্যা ইনভয়েস বানিয়ে বিপুল পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেন বলে অভিযোগ পুলিশের।
কীভাবে ফাঁস হল প্রতারণা?
২০২৩-২০২৫ সালের মধ্যে একাধিকবার এই জালিয়াতি হয় বলে জানা গিয়েছে। বিষয়টি প্রথম সামনে আসে এই বছরের জানুয়ারিতে, যখন একটি ইভেন্ট সংক্রান্ত ভুয়ো বিল পান আলিয়া। বিলের নম্বরে ফোন করতেই তা চলে যায় বেদিকার এক বন্ধুর কাছে।
সন্দেহ হওয়ায় নিজস্ব হিসাবপত্র খতিয়ে দেখেন আলিয়া, এবং সেখানে নজরে আসে চাঞ্চল্যকর তথ্য। বিষয়টি নিয়ে আলিয়ার মা সোনি রাজদান অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে জানুয়ারি মাসে জুহু থানায় এফআইআর রুজু হয়।
পাঁচ মাস ধরে পলাতক ছিলেন বেদিকা
অভিযোগ জমা পড়ার পর থেকেই একাধিক শহর ঘুরে বেড়াচ্ছিলেন বেদিকা। কখনও মঙ্গলুরু, কখনও রাজস্থান, কখনও পুনে—অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
জানা গিয়েছে, মে মাসে তাঁর জামিনের আবেদন খারিজ করে সেশন কোর্ট এবং জুনে বম্বে হাইকোর্টেও অন্তর্বর্তীকালীন সুরক্ষা চাওয়া আবেদন নাকচ হয়।
তদন্তে আর কী জানাচ্ছে পুলিশ?
পুলিশ সূত্রে খবর, বেদিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে, যাতে বোঝা যায় কাদের সাহায্যে এত বড় আর্থিক জালিয়াতি ঘটানো সম্ভব হয়েছে।
এখনও পর্যন্ত আলিয়া বা তাঁর টিমের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, এই ঘটনার পর প্রযোজনা সংস্থার আর্থিক নজরদারি ও কর্মী বাছাইয়ে আরও কড়াকড়ি আনা হতে পারে।