Homeবিনোদনসন্ধ্যা থিয়েটার দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি দেবে পুষ্পা ২ নির্মাতারা

সন্ধ্যা থিয়েটার দুর্ঘটনা: ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি দেবে পুষ্পা ২ নির্মাতারা

প্রকাশিত

হায়দরাবাদ: পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে আহত আট বছরের শিশুর পাশে দাঁড়ালেন প্রযোজক আল্লু অরবিন্দ। আল্লু অর্জুনের বাবা এবং বর্ষীয়ান এই প্রযোজক শিশুটির চিকিৎসার জন্য ২ কোটির আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

দুর্ঘটনার প্রেক্ষাপট

গত ৪ ডিসেম্বর পুষ্পা ২-এর প্রিমিয়ার শো চলাকালীন সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩৫ বছরের এক মায়ের মৃত্যু হয় এবং তার আট বছরের ছেলে গুরুতর আহত হয়। এই ঘটনার সঙ্গে অভিনেতা আল্লু অর্জুনের নাম জড়ানোর কারণে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

আর্থিক সাহায্যের ঘোষণা

আহত শিশুটির চিকিৎসার জন্য ২ কোটির আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন আল্লু অরবিন্দ। তিনি জানান, এই অর্থ প্রদান করা হবে টেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান দিল রাজুর মাধ্যমে।
আর্থিক সাহায্যটি হবে এভাবে:

১ কোটি দেবেন আল্লু অর্জুন।

৫০ লাখ দেবেন মাইথ্রি মুভি মেকার্স।

৫০ লাখ দেবেন পুষ্পা ২-এর পরিচালক সুকুমার।

আহতের চিকিৎসা ও বর্তমান অবস্থা

প্রযোজক অরবিন্দ এবং দিল রাজু সম্প্রতি হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার অবস্থা পর্যবেক্ষণ করেন। সংবাদমাধ্যমকে অরবিন্দ বলেন, “শিশুটি এখন সুস্থ হয়ে উঠছে। ভেন্টিলেটর সাপোর্টের প্রয়োজন নেই। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে।”

শিশুর পরিবারের পাশে থাকার অঙ্গীকার

আইনি সমস্যার কারণে সরাসরি শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে না পারার কথা উল্লেখ করেন অরবিন্দ। তবে পুলিশের অনুমতি নিয়ে তিনি ১০ দিন আগে হাসপাতালে গিয়েছিলেন।

ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়া

দিল রাজু জানান, “আগামীকাল মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে। আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট সদস্যদের এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি।”

শিশুর বাবার প্রতিক্রিয়া

শিশুটির বাবা ভাস্কর জানিয়েছেন, তার ছেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।