Homeবিনোদনআরিয়ান মাদক মামলায় শাহরুখের গোপন চ্যাট ভাইরাল, শাহরুখ কী বলেছিলন সমীর ওয়াংখেড়েকে?

আরিয়ান মাদক মামলায় শাহরুখের গোপন চ্যাট ভাইরাল, শাহরুখ কী বলেছিলন সমীর ওয়াংখেড়েকে?

প্রকাশিত

২০২১ সালের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরী কর্ডেলিয়ায় এনসিবির অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর।

সেখান থেকেই মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরিয়ান ও তার সঙ্গীদের। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান আরিয়ান। তারপরও নিয়মিত এনসিবি দফতরের জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হতো তাকে। পেশ করা চার্জশিটে এনসিবি জানিয়েছে, আরিয়ান নির্দোষ।

প্রাথমিকভাবে এই মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদসহ তদন্তের ভার ছিল এনসিবি মুম্বাই শাখার ওপর। তার নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরে ওই তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকায় তদন্তভার চলে যায় কেন্দ্র নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের হাতে।

ভুয়ো তদন্ত, তদন্তে প্রভাব খাটানোসহ একাধিক অভিযোগে পদ থেকে সরতে হয়েছিল সমীরকে। পরবর্তী সময়ে এই অফিসারেরই বিপুল সম্পত্তির বহর দেখে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। বারবার বিদেশ সফর, বহুমূল্য সম্পত্তি এমনকি, শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে।

কিন্তু এইবার আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল আরিয়ান মাদক কান্ড নিয়ে।

শাহরুখ খান ছেলেকে মাদক কান্ড থেকে নির্দোষ প্রমাণ করতে আই পি এস অফিসার সমীর ওয়াংখেড়েকে গভীর রাতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেন। আর সেই গোপনীয় ম্যাসেজ ফাঁস করলেন এই আইপিএস অফিসার।

আদালতের কাছে দাখিল করা হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটগুলিতে দেখা যাচ্ছে, শাহরুখ খান লিখেছেন, ‘সমীর সাহেব, আমি কি আপনার সঙ্গে ১ মিনিটের জন্য কথা বলতে পারি? প্লিজ। শাহরুখ খানের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি জানি নিয়ম অনুযায়ী এটা অনুচিত কাজ, হয়তো পুরোপুরিভাবেই নিয়মবিরুদ্ধ, কিন্তু, বাবা হিসেবে যদি আমি আপনার সঙ্গে কথা বলতে পারতাম। দয়া করে… লাভ, শাহরুখ।’ এই মেসেজটিতে সমীর ওয়াংখেড়ে শাহরুখ খানকে কোনও রিপ্লাই দেননি। এরপর ৩ অক্টোবর তারিখে তিনি শাহরুখ খানকে ফোন করতে বলেন।

দীর্ঘ ওই কথোপকথন জুড়ে মোটামুটি ওই সুরই বজায় থেকেছে। সমীরকেও জানাতে দেখা গিয়েছে, ‘প্রিয় শাহরুখ, একজন বাবা হিসেবে আপনার প্রতি আমার সমবেদনা রয়েছে। সব ঠিক হয়ে যাবে। আপনাকে একজন ভালো মানুষ হিসেবেই জানি। আশা করি যা হবে ভালই হবে। নিজের খেয়াল রাখবেন।’ 

প্রায় ১০ বছর আগে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটে বিপত্তি। বলিউডের ‘কিং’-কে আটকে দিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। সমীর তখন এনসিবি-র কর্মকর্তা নন। শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর। বিমানবন্দরে শাহরুখকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জানা যায়, হল্যান্ড এবং লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ এবং তার পরিবার। ২০টি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা। নিয়ম ভেঙে পার পাননি স্বয়ং শাহরুখ। দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছিল তাঁকে।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।

‘অতি উত্তম’-এ ইতিহাস, লিমকা বুক অফ রেকর্ডসে নাম সৃজিতের ছবির

মহানায়ক উত্তম কুমারের পুরনো ফুটেজ ব্যবহার করে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’ জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। মৃত্যুর ৪৪ বছর পর আবারও পর্দায় জীবন্ত উত্তম কুমার।

৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির ক্লাবে

'বিক্রম’ থেকে ‘জওয়ান’, একের পর এক ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জাফর সাদিককে। মাত্র ৫ বছরে ২২০০ কোটির ক্লাবে তাঁর অবদান, ছাপিয়ে গিয়েছেন বহু সুপারস্টারকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে