Homeবিনোদনপ্রি-হানিমুনে মজেছেন মালাইকা ও অর্জুন, কোথায় ঘুরতে গেছেন এই তারকা যুগল?

প্রি-হানিমুনে মজেছেন মালাইকা ও অর্জুন, কোথায় ঘুরতে গেছেন এই তারকা যুগল?

প্রকাশিত

অভিনেতা অর্জুন কাপুর ও মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। অনেকদিন ধরেই বলিপাড়ায় তাদের প্রেমের চর্চা চলছে। প্রায়ই একসঙ্গে দেখা যায় এই জুটিকে। লোকচক্ষুর আড়ালে নয়, প্রায়ই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। একসঙ্গে ডিনার পার্টিতে যান। জোর গুঞ্জন, খুব শিঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন এই যুগল।

বর্তমানে মালাইকা ও অর্জুন প্রি-হানিমুন চুটিয়ে উপভোগ করছেন। সম্প্রতি তারা প্রি-হানিমুনে বার্লিনে ঘুরতে গেছেন।

বিয়ে প্রসঙ্গে মালাইকা প্রথমেই জানান, ‘বিয়ের কোনও বয়স হয় না, তাই কোনও তাড়া নেই।

মালাইকা আরও বলেছিলেন, ‘আমরা এখন সম্পর্কের পরিণত ধাপেই রয়েছি। আরও অনেক কিছু জানার বাকি আছে। তবে আমরা একে অন্যের সঙ্গে সংসার করার বিষয় ভীষণ সিরিয়াস। অর্জুন আমার আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিটা দিন আমরা একে অপরকে ভালবাসি, একে অপরের কাছে থাকতে চাই। আমি অর্জুনকে বলি আমি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। বাকিটা আমরা ঠিক করে নেব। তবে এটা আমি জানি ও আমার।‘

২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। খুব শিঘ্রই তাঁরা বিয়ে করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

এর আগে এক সাক্ষাৎকারে বয়সে বড় নারীর সঙ্গে প্রেম প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি সবসময়ই সম্মানসূচক একটি সীমা মেনে চলি। মালাইকা যেটিতে স্বচ্ছন্দ্যবোধ করে সেটিই করি। আর আমার ক্যারিয়ার এই সম্পর্কের ওপর যেন নির্ভরশীল হয়ে না পড়ে। এইজন্য একটা সীমা থাকা প্রয়োজন। আমি আজ এই কথা বলছি কারণ সম্পর্কের প্রতি আমার সম্মান রয়েছে। আমরা সময় দিয়েছি। সবসময়ই চেষ্টা করেছি একটু স্পেস রেখে মর্যাদা দিতে।’

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

যৌন হেনস্তার অভিযোগে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড অরিন্দম শীল

যৌন হেনস্তার অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলকে ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে। পরিচালক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি আইনগত পরামর্শ নিচ্ছেন।

কঙ্গনার ‘ইমার্জেন্সি’র মুক্তি স্থগিত, আরও কাটছাঁট চায় সেন্সার বোর্ড

কঙ্গনা রানাউতের নতুন ছবি "ইমার্জেন্সি" মুক্তির তারিখ স্থগিত করা হয়েছে শিখ সম্প্রদায়ের আপত্তির কারণে। পাঞ্জাবে ছবির ট্রেলার নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হওয়ার পর মুক্তির আগে সংশোধনের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।

দীর্ঘদিন বেকার, তারপর রোজগার ৫০ টাকা, শেষ পর্যন্ত একটা টিভি সিরিয়াল মোড় ঘুরিয়ে দিল জীবনের

শরদ সঙ্কলাকে চেনেন? চেনেন না তো! না চেনাই স্বাভাবিক। আচ্ছা আবদুলকে চেনেন? কোন আবদুল?...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?