নায়ক হিসাবে তিনি শুধু সুপুরষই নন, তাঁর কণ্ঠস্বরে মজেছিলএমন মানুষের তালিকা হয়ত বেশ দীর্ঘ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনজয় করা ছবির তালিকা শুরু হলে , তা শেষ করা দুষ্কর।
মনোজ মিত্রের কাহিনি অবলম্বনে আসছে নতুন ছবি ‘শুধু যাওয়া আসা’ ৷ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বর্গীয় দুই কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়কে।
প্রকাশ পেল মণীশ ঘোষ পরিচালিত, বজরং আগরওয়াল ও রবিউল শেখ প্রযোজিত, ‘চ্যানেল বি এন্টারটেইনমেন্ট’ নিবেদিত ছবি ‘শুধু যাওয়া আসা’ ছবির ট্রেলার ও গানের ভিডিও।
এছাড়া এই ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভরত কল, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, রত্না ঘোষাল, অনামিকা সাহা, টেলিভিশন খ্যাত অভিনেতা সুমন দে এবং নবাগতা প্রিয়াঙ্কা। ছবির কাহিনিকার আরও এক কিংবদন্তি নাট্যকার, অভিনেতা মনোজ মিত্র। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৪ মার্চ।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।