বিগবসের ঘরে লড়াকু প্রতিযোগী ছিলেন। এছাড়া ছোট পর্দায় তিনি অভিনয় করেছেন। তবে এই সব কিছুর থেকে বেশি নজর কাড়ে উর্ফি জাভেদের পোশাক।
প্রায় প্রতিদিন নানা রকম পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। আর সেই পোশাক নিয়ে হয় তুমুল চর্চা।
কখনও দেখা যায় বুকে সামান্য একটা সুতো আটকে, খোলা শরীরে রাস্তায় বা শপিংমলে কিংবা বিমানবন্দরে ঘুরছেন নায়িকা।
তাঁকে এই সব পোশাকে দেখতে পেলেই ভিড় জমান পাপারাৎজিরা। সাধারণ মানুষও ছুটে আসেন। মোট কথা উর্ফি জানেন কী ভাবে খবরে থাকতে হয়।
তবে সম্প্রতি উর্ফি যা করলেন তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। রোজ রোজ নতুন পোশাক পরে এদিক ওদিক চলে যাওয়াটাই তাঁর স্বভাব। সম্প্রতি একটি প্রায় অর্ধনগ্ন পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দিলেন।
সাধারণত এতটা খোলামেলা পোশাক কাউকে পরতে দেখা যায় না চট করে। উর্ফি জাভেদকে এই রূপে আগে দেখেননি কখনও।
মাথায় টিকলি, নামমাত্র শরীরে পোশাকে উর্ফির সৌন্দর্য বেড়ে যেন দ্বিগুণ হয়ে গেছে। তাঁর এই লুক দেখে মুগ্ধ ভক্তরা।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনালাইন।