বহুবছর পর পর্দায় জুটি বাঁধতে চলেছেন পরমব্রত ও রাইমা সেন। সঙ্গে অবশ্যই আছেন রুদ্রনীল ঘোষ। এই তিন জুটি আজ থেকে ঠিক দশ বছর আগে বড়পর্দায় নিয়ে এসেছিল হাওয়া বদল। এই সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ফের সেই সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। হাওয়া বদল টু আসবে বলে জানা গেছে।
হাওয়া বদল সিনেমায় পরিচালকের ভূমিকায় দেখা গেছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরিচালক ও অভিনয় দুটোই তিনি দক্ষ হাতেই সামলেছিলেন। এইবারের সিক্যুয়েলেও সেটাই দেখা যাবে। আগের বারের মতোই এই সিনেমাতেও দেখা যাবে রুদ্রনীল ও রাইমা সেনকে। তবে পুরো বিষয়টি নিয়ে সেভাবে এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক পরমব্রত।
শনিবার ছিল সিনেমার শুভ মহরৎ। সেখানেই হাজির ছিলেন রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, অনুষা বিশ্বনাথনরা। ‘হাওয়া বদল ২’-এর চিত্রনাট্য লিখেছেন পাভেল। খুব শিঘ্রই শুটিংয়ের জন্য লন্ডনে পাড়ি দেবে টিম।
আগের ছবিতে কবীর নামে যে দশ বছরের বাচ্চা ছেলেটিকে দেখা গিয়েছিল, সেই এবারের সিনেমায় দ্বাদশ শ্রেণির ছাত্র। আর তার মায়ের ভূমিকাতেই অভিনয় করছেন রাইমা সেন। তবে এখনই মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই অভিনেত্রীর।
পড়ুন: অনুষ্কা শর্মা কেন বিয়ে করেছেন বিরাটকে? কী সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী?
হলিউডের রোম্যান্টিক কমেডি দ্য চেঞ্জ আপ-এর বাংলা রিমেক ছিল হাওয়া বদল। তবে এই সিক্যুয়েলের কাহিনি মৌলিক বলেই জানা গেছে। যতদূর জানা গেছে প্রথম ছবির গল্প যেখানে শেষ হয় সেখান থেকেই সিক্যুয়েলের গল্প শুরু হবে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন