বলিউডের সবচেয়ে আলোচিত নায়িকা দিশা পাটানি। সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাক পড়ে হামেশাই ছবি পোস্ট করেন তিনি। তবে সম্প্রতি যে ছবি পোস্ট করেছেন, তাতে নেটিজেনদের ছ্যাঁকা লাগার জোগাড়। ইনস্টাগ্রামে দিশা পাটানির সেই ছবি দেখে মাথা ঘুরে গেছে তাঁর অনুরাগীদেরও।
শরীরে এক ফোঁটাও মেদ নেই। দিনের অনেকটা সময় কাটে জিমে। আর সেখানেও দিশার ফ্যাশন ডিভা অবতার দেখার মতো। সম্প্রতি দিশা তার খালি পিঠের ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে তিনি একটি পেঙ্গুইনের ইমোজি দিয়েছেন। দিশা একটি অত্যাশ্চর্য কালো পোশাকে তাঁর বেয়ার ব্যাক এবং টোনড চেহারার ছবির একটি সিরিজ শেয়ার করেছেন।
তবে কাজের ক্ষেত্রে, দিশা পাটানিকে পরবর্তী ছবি করণ জোহরের ‘যোদ্ধা’-তে দেখা যাবে। যেখানে সিদ্ধার্থ মালহোত্রাও অভিনয় করেছেন। এইগুলি ছাড়াও, দিশার ‘প্রজেক্ট কে’ এবং তার পাইপলাইনে একটি শিরোনামহীন শিবা চলচ্চিত্র রয়েছে।
সালমান খানের সঙ্গে সিনেমায় একটি আইটেম গানে অংশ নিয়ে ব্যাপকভাবে আলোচেনায় আসেন তিনি। শুধু তাই নয়, ভাইজানের সিনেমা ‘রাধে’-তে নায়িকা হয়েও হৈ চৈ ফেলে দিয়েছিলেন দিশা।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।