উর্ফি জাভেদ! বলিউডের এই নায়িকাকে কে না চেনেন? তবে উরফিকে কেউ তাঁর অভিনয়ের জন্য চেনেন না। চেনেন পোশাক বিভ্রাটের জন্য। পোশাক বিভ্রাটই বটে। কারন উরফি যে সব পোশাক পরেন তার সবটাই তিনি নিজে ডিজাইন করেন। নানা ভাবে পুরনো পোশাককে কেটে ফাল ফালা করে পরে ফেলেন তিনি। কখনও ধারালো বেলেড আবার কখনও কাঁচের টুকরো দিয়ে বানানো পোশাক পরে চলে আসেন সকলের সামনে। এই ভাবেই নানা কিছু করে প্রতিদিন ভাইরাল হন তিনি।
উর্ফি মডেলিং করেই রোজগার করেন প্রায় কয়েক লক্ষ টাকা। ইনস্টাগ্রামে একের পর এক হট ভিডিও দিয়ে ভাইরাল হন তিনি। পাপারাৎজিরাও তার পিছনে ঘুরতে থাকেন। কারণ প্রায় অর্ধ নগ্ন পোশাক পরেই এদিক ওদিক চলে যান উরফি জাভেদ। সেখানে গিয়ে ঘটান নানা কান্ড। কখনও চলে যান মুম্বইয়ের বস্তিতে। এই সবটাই তাঁর পাবলিসিটির একটা অংশ। তবে এইবার তিনি যা করলেন তা ছাড়াল সব সীমা।
এইবার ফের অদ্ভুত পোশাক পড়ে প্রকাশ্যে এলেন তিনি। যে পোশাক পড়ে ক্যামেরার সামনে আসেন, তা নিয়ে ফের ট্রোল শুরু করেন নেটিজেনরা। কেউ কেউ বলতে শুরু করেছেন, অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করা অহেতুক। সবকিছু মিলিয়ে উর্ফি জাভেদের পোশাক নিয়ে ফের জোরদার সমালোচনা জুড়ে দিয়েছেন নেটিজেনরা।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় উর্ফির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোনালি রঙের বডিকন পোশাক, সঙ্গে হাই হিল পরে তিনি দৌঁড়াচ্ছেন। তবে দৌঁড়াতে তো পারছেন না বরং দৌঁড়াতে গিয়ে ট্রোলের মুখে পড়েছেন ফ্যাশনিস্তা।
যেভাবে তিনি দৌঁড়াচ্ছেন তা দেখেই মনে হচ্ছে কোনও ইঁদুর লাফাচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন নেটিজেনরা। আসলে স্কিনফিটিং পোশাক তার সঙ্গে হিল পড়ে দৌঁড়নোর চেষ্টা করেও তিনি তা পারছেন না।
স্কিনফিট পোশাক পরে হটনেসে টেক্কা তো দূর বরং এই পোশাকের জন্য হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। কারণ হাঁটতে গেলেও সহকর্মীর সাহায্য নিতে হয়েছে তাঁকে। তারপরই মেকআপ ভ্যানে উঠতে গিয়ে এক সহকর্মী তাকে কোলেই তুলে নিলেন। এতটা আটোসাটো পোশাক পড়ার কারণেই নিন্দার মুখে পড়েছেন উর্ফি।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।