এ বলে আমায় দেখ তো অপরজন বলে আমায়। সম্পত্তির পরিমাণ নিয়ে যদি চুল চেরা বিচার করা হয়, তাহলে সেই সম্পত্তির পরিমাণ বেশ দীর্ঘ করিনা কাপুর খানের। বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী হলেন করিনা কাপুর খান। বছরের পর বছর ধরে একাধিক সিনেমায় অভিনয় করে দর্শক মনে নিজের জায়গা করে নিয়েছেন করিনা কাপুর খান। বলি কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব মিলিয়ে পেজ-থ্রির শিরোনামে থাকেন বলিউডের নবাব পত্নী করিনা কাপুর খান। গতে বাঁধা ছক ভেঙে তিনি বাঁচেন নিজের শর্তে।
করিনা বরাবরই বিলাসবহুবল জীবনযাত্রা পছন্দ করেন। আলিশান বাড়ি থেকে গাড়ির সংখ্যাও বেশ দীর্ঘ। মুম্বইতে ৪ বিএইচকে ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। এবং কোটি টাকার মূল্যের গাড়িও রয়েছে। রিপোর্টে জানা গেছে, করিনা কাপুর খানের মাসিক বেতন প্রায় ১.৫ কোটি টাকা। এবং অভিনেত্রীর বার্ষিক আয় প্রায় ১২ কোটি টাকা। কোথা থেকে এত কোটি টাকা উপার্জন করেন করিনা? সূত্র থেকে জানা গেছে, অভিনেত্রীর আয়ের উৎস হল প্রধানত ফোটোশ্য়ুট, ব্র্যান্ড অনুমোদন, এবং অন্যান্য মাধ্যম থেকে উপার্জন করেন। বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত। প্রায় ১৫ টি ব্র্যান্ডের সঙ্গে তিনি কাজ করছেন। যা থেকে এক বিপুল পরিমাণ আয় হয় করিনা কাপুরের। এরপর একটি ছবি করতে তিনি নিয়ে থাকেন প্রায় ১০ কোটি টাকা।
অভিনেত্রীর বিশাল সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা। করিনা কাপুর খান মুম্বইয়ের একটি অ্যাপার্টমেন্টের মালিকই নন। সুইজারল্যান্ডেও একটি আলিশান আবাসিক সম্পত্তিও রয়েছে অভিনেত্রীর। রিপোর্টে জানা গেছে, ওই বাড়ির দাম প্রায় ৩৩ কোটি টাকা। বাড়ির পাশাপাশি করিনার গাড়ির তালিকাও বেশ দীর্ঘ। সম্পত্তি ছাড়াও ১.৪০ কোটি মূল্যের মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস গাড়ি রয়েছে করিনার। এছাড়াও অডি কিউ৭, লেক্সাস এল এক্স ৪৭০ যার দাম ২.৩২ কোটি টাকা। এবং রেঞ্জ রোভার স্পোর্ট এসইউভি যার দাম প্রায় ১ কোটি টাকা। এছাড়া মুম্বইয়ের বান্দ্রায় যে ফ্ল্যাটটিতে তিনি থাকেন। অভিনেত্রীর এই বিলাসবহুল ফ্ল্যাটের দাম ৫৫ কোটি টাকা।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।