টলিপাড়ায় ঐন্দ্রিলা ও অঙ্কুশের প্রেম অনেকদিনের। সকলেই জানেন তাদের সম্পর্কের কথা। তবে নতুন বছরের শুরুতেই কী তাঁদের সম্পর্কে ভাঙন ধরল?
আচমকাই এক বিস্ফোরক মন্তব্য করলেন ঐন্দ্রিলা। তিনি জানালেন, ‘কোনও এক বিশেষ কারণে না কি তাঁদের বিয়েটা নাও হতে পারে।‘ তবে এর থেকে বেশি কিছু ঐন্দ্রিলা এই বিষয়ে কিছু বলেন নি।
ভ্যালেন্টাইস –ডে’ র দিনই অঙ্কুশের জন্মদিন। প্রতিবছর বন্ধুবান্ধবদের নিয়ে হুল্লোড় করে এই দিনটা উদযাপন করেন অভিনেতা এবং প্রেমিকা ঐন্দ্রিলা। শুটের অবসরে আবার কখনও দেশে কিংবা বিদেশে যান ঘুরতে। তাঁদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তবে অঙ্কুশের নতুন এই ঘোষণায় যেন তালগোল পাকিয়ে গেল সব।
অঙ্কুশ জানিয়েছেন, ‘এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। তাঁর জন্মদিনের এটাই সেরা উপহার বলে মনে করছেন। বাকিটা ব্যক্তিগত। তবে কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। টানা এত গুলো বছর আমাদের সব কিছু এক সঙ্গে। খাওয়া, কাজ, বেড়াতে যাওয়া, মিটিং করা সব কিছু। এর পরেও কি বিয়ের প্রয়োজন? ভাবলেই কেমন যেন ল্যাদ খাই।‘
আচমকা তাঁর এইরকম কথায় বেশ শোরগোল পড়ে গেছে নেটপাড়ায়। তবে কী টলি পাড়ার এই মিষ্টি তারকা যুগলের সম্পর্ক বিবাহে পরিণতি পাবে না। এই নিয়ে বেশ উদ্বিগ্নে আছেন নেটাগরিকরা।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।