মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনও না কোনও কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাঁকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনও তাঁর পোশাক নিয়ে, আবার কখনও তাঁর থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন।
অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনও দিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।
সম্প্রতি মালাইকা দুবাইতে গেছিলেন একটি ফ্যাশন শোতে। শো শেষে বাইরে বের হতেই গণ্ডগোল শুরু। সেলফি তোলার নাম করে মালাইকার কাছে আসতেই শুরু হয় ধাক্কা ধাক্কি। শেষমেশ, আর না পেরে মালাইকা রীতিমতো বিরক্ত হয়েই বলে ফেললেন প্লিজ ডোন্ট পুশ।
অবশেষে অনেক কষ্টে ভিড় কাটিয়ে মালাইকা গিয়ে উঠলেন গাড়িতে। সেই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
বলি ডিভা হিসাবে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকেন তিনি। কোনও পাবলিক প্লেসে তার দেখা মিললেই ভিড় জমে যায়। দেখা মেলে একাধিক পাপারাজিৎদেরও।
তবে অনেকসময় অভিনেত্রীর ভক্তরা অভিনেত্রীকে সামনে থেকে দেখে তার সাথে একটা ছবি তোলার ইচ্ছা নিয়ে এগিয়ে যায়। কিন্তু সবসময় তারকারা সেইসমস্ত ভক্তদের ইচ্ছা রাখতে সক্ষম হন না। কিংবা ইচ্ছা করেই এড়িয়ে যান তাদের।
ভিডিও-ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন