বলিউডের অন্যতম সুন্দরী এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌনি রায়। বর্তমানে তার ক্যারিয়ারে বড়োসড় মোড় এসেছে। বলিউডের বোল্ড ডিভা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সাথেই ইতিমধ্যে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন রনবীর ও আলিয়ার সাথে।
শনিবার দুপুরে মৌনীকে বাগডোগরার বিমানবন্দরে নামতে দেখা গিয়েছে। বিশেষ অতিথি হিসেবে গ্যাংটকের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মৌনী।
অভিনেত্রীর কথায়, ‘কোচবিহারের মেয়ে আমি। প্রথমবার গ্যাংটকে যাচ্ছি। তাই খুব ভালো লাগছে।‘
মৌনীকে শনিবার নো মেকআপ লুকেই দেখা গিয়েছে। চোখে রয়েছে রোদ চশমা এবং মুখে সাদা মাস্ক।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাগিনের হাত ধরেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে বাংলার মৌনী। নাগিন ধারাবাহিকের হাত ধরেই পেয়েছেন বিপুল পরিমাণ জনপ্রিয়তা। এরপরেই তাকে দেখা গিয়েছিল রণবীর এবং আলিয়ার অভিনীত ছবি ব্রহ্মাস্ত্রতে খলনায়িকার চরিত্রে।
এই প্রথমবার টলিউডের কোনও রিয়্যালিটি শো তে অংশগ্রহণ করেছেন মৌনী। ‘ডান্স বাংলা ডান্স’-এর পুরো সিজনে দর্শক দেখতে পাবেন মৌনীকে। মৌনীর সঙ্গে এই শো তে বিচারকের আসনে রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেয়ে সুদূর মুম্বাইতে গিয়ে নিজের ক্যারিয়ার সুন্দর করে সাজিয়ে তুলছেন ধীরে ধীরে। খুব অল্প সময়ের মধ্যেই পেয়েছেন বিপুল পরিমাণ জনপ্রিয়তা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন