বলিউডের হট ও সুন্দরী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছেন মৌনী রায়ের। তিনি প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন। বিভিন্ন পোজে উষ্ণতা ছড়ালেন মৌনি। মিয়ামি বিচে ঝড় তুলেছেন তিনি।
সমুদ্র সৈকতে বিভিন্ন রঙের মিশ্রণের বিকিনি পরে এ যেন এক অন্য মৌনি রায়।
সম্প্রতি মৌনি রায়ের ইনস্টাগ্রামের ছবি আগুন ধরিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ মৌনি রায়ের ছবি এখনও পর্যন্ত সব থেকে বোল্ড, সব থেকে হটও বলা যেতে পারে ৷
আমেরিকার বিভিন্ন শহরে অক্ষয় কুমারের সঙ্গে শো করছেন মৌনী। এর মাঝেই মিয়ামিতে ছুটির মুডে বিভিন্ন পোজে ধরা দিলেন অভিনেত্রী।
খোলা চুলে গ্ল্যামারাস ফিগারে মৌনীকে দেখে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের। তার রূপে পাগল হয়েছেন অনেকেই।
২০০৭-এ জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’তে অভিনয়ে হাতেখড়ি মৌনীর। ২০০৪-এ ‘রান’ এবং ২০১৬-তে ‘তুম বিন টু’-তে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল মৌনীকে। অক্ষয় কুমারের ‘গোল্ড’-এ প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। এরপরে বিগ বস সিজন টেন-এও গিয়েছিলেন মৌনী। সেখানেও বেশ নজর কেড়েছিলেন সলমনের।
গতবছর ২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। কিন্তু বিয়ের পরে যেন আরও ঠিকরে পড়ছে তাঁর রূপ-যৌবন৷
শত ব্যস্ততার মধ্যে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন মৌনী রায়। ইনস্টাগ্রামে তাঁকে অনেক মানুষই অনুসরণ করে থাকেন।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।