টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। বলিউড থেকে টলিউড চুটিয়ে কাজ করছেন। একসময় সিরিয়াল করে বাজিমাত করেছেন ছোটপর্দায়। যদিও এখন তাঁকে সঞ্চালকের ভূমিকাতেও দেখা যায় ছোটপর্দায়।
গুণশেখর পরিচালিত ‘শকুন্তলম’ ছবিতে দেবতা ইন্দ্রের চরিত্রে দেখা যাবে যীশুকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছিলেন তাঁর লুক।
তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালম, হিন্দি- নানা ভাষায় এই ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। চলতি বছর বাঙালির নববর্ষেই অর্থাৎ ১৪ এপ্রিল নতুন রূপে প্রেক্ষাগৃহে আসবেন যীশু। ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে গুণশেখর। মণি শর্মা সংগীত পরিচালনার দায়িত্বে। তবে এইরকম লুকে এর আগে দেখা যায়নি অভিনেতাকে।
কবি কালিদাসের নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি হয়েছে ‘শকুন্তলম’ ছবি। ছবিতে নামভূমিকায় আছেন সামান্থা রুথ প্রভু। এছাড়াও দক্ষিণের তাবড় তাবড় নায়ক নায়িকারাও পর্দা ভাগ করে নেবেন অভনেতা যীশু সেনগুপ্তর সঙ্গে। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মণি শর্মা। তবে এইরকম লুকে এর আগে দেখা যায়নি অভিনেতা যীশু সেনগুপ্তকে।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।