রানীর মতোই এন্ট্রি নিয়েছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছেন রানী মুখোপাধ্যায়। তবে ১৯৯৬ সালে ‘বিয়ের ফুল’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে তাঁর সফর শুরু হয়। তাঁর প্রথম হিন্দি সিনেমা ছিল ‘রাজা কি আয়েগি বারাত’।
যশরাজ ফিল্মসে একচেটিয়াভাবে রাজত্ব করেছেন একের পর এক ছবিতে। তারপর আদিত্য চোপড়াকে বিয়ে করে যশরাজ ফিল্মসের মালকিন হয়েছেন রানী মুখার্জি। বর্তমানে তিনি এখন বিশাল পরিমাণের সম্পত্তির মালকিন।
তার কাছে রয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা দামের একটি কালো চামড়ার জ্যাকেট। এছাড়াও ডোলস ও গ্যাবানা ব্র্যান্ডের ৫০ হাজার টাকা মূল্যের হ্যান্ড ব্যাগ, ভ্যালেনটিনো ব্র্যান্ডের আর্মি গ্রীন রঙের ব্যাগও রয়েছে তার কাছে। এই ব্যাগের দামই প্রায় ১ লক্ষ ১৯ হাজার ১৮০ টাকা। ২ কোটি টাকা মূল্যের অডি গাড়ির মালিক তিনি। এই গাড়িটি আদিত্য বিয়ের আগে রানী মুখার্জিকে গিফট করেছিলেন।
এছাড়া দুটি বাংলো রয়েছে মুম্বাইয়ের ইয়ারি রোডে যশরাজ ফিল্মসের হেডকোয়ার্টারের কাছেই। এছাড়াও আদিত্য এবং রানীর নামে জুহু এবং নবি মুম্বাইতে দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। যেগুলির দাম প্রায় ১০ কোটি টাকা করে। বলিউডের এই ধনী দম্পতির সংগ্রহে রয়েছে বি এম ডব্লু এবং রেঞ্জ রোভারের মত দামি গাড়ি।
একসময় বলিউডে একের পর এক ছবিতে তাবড় তাবড় অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে সিনেমার পরিমাণ কমলেও বলিউডের রানীকে সকলে মর্দানি হিসেবেও চিনেছেন। তিনি একাই এখন একটি ছবিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। অন্যদিকে, রানী মুখার্জির মোট সম্পদের পরিমাণ ৯১ কোটি ৩০ লক্ষ ৭৪ হাজার টাকা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।