Homeবিনোদনরিয়া চক্রবর্তী গ্যাং লিডার হয়ে ছোট পর্দায় ফিরছেন, সুশান্তের দিদি প্রিয়াঙ্কার বিস্ফোরক...

রিয়া চক্রবর্তী গ্যাং লিডার হয়ে ছোট পর্দায় ফিরছেন, সুশান্তের দিদি প্রিয়াঙ্কার বিস্ফোরক পোস্ট টুইটারে

প্রকাশিত

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের  মৃত্যু প্রায় ৩ বছর কেটে গেছে। এখনও তাঁর মৃত্যুর সঠিক কোনও কারণ খুঁজে  বের করতে পারে নি সিবিআই আধিকারিকরা।

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর হাজতবাস হয়। সব মিলিয়ে বড় পর্দা থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী রিয়া। তবে এই বার তিনি ছোট পর্দায় ফিরছেন। জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো রোডিজ-এ গ্যাং লিডার হয়ে আসছেন নায়িকা।

রিয়ার বলিউড কেরিয়ার খুব সুউজ্জ্বল না হলেও সুশান্তের মৃত্যুর পর বলিউডে তাঁর ভরাডুবি অবস্থা। তাই নায়িকার ছোট পর্দায় কাজ করা নিয়ে ভক্তমহলে উঠেছে নানা গুঞ্জন। বলিউডে কাজ না পাওয়ার দরুনই কি রিয়া বেছে নিয়েছেন ছোট পর্দাকে। এই জাতীয় নানা সমালোচনা চলছে নায়িকাকে কেন্দ্র করে।

সোমবার প্রকশ্যে এসেছে রোডিজে গ্যাং লিডার হিসাবে রিয়ার নতুন লুক। এমটিভি রোডিজ সিজিন ১৯ এ গ্যাং লিডার প্রিন্স নরুলা, গৌতম গুলাটিদের সঙ্গে যোগ দিচ্ছেন রিয়াও।

রোডিজ রিয়াকে দেখা যাবে গ্য়াং লিডার হিসাবে। তাঁর রিএন্ট্রি হতেই তিনি একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন তিনি। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘কী ভেবেছিলেন, আমি ফিরে আসব না? ভয় পেয়ে যাব? এইবার ভয় পাবে অন্য কেউ।’

রিয়ার রোডিজ ১৯-এর প্রোমো সামনে আসার ঘন্টাখানেকের মধ্যেই টুইটারে বিস্ফোরক পোস্ট করেছেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং।

পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা কোনও নাম না করেই লেখেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি তো দেহব্য়বসায়ী ছিলে আর থাকবেও। তোমাকে তো সাহস দিচ্ছে প্রভাবশালীরা। তার সঙ্গে প্রিয়াঙ্কা এটাও লিখেছেন, ‘সুশান্তের মৃত্যু তদন্ত কী কারণে এগোচ্ছে না সেই কারণও স্পষ্ট’।

প্রসঙ্গত, ২০২১ সালে শেষবার ‘চেহেরে’ সিনেমায় দেখা গিয়েছিল রিয়াকে। যে ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন তিনি। পাশাপাশি এই অবশ্য প্রথম নয়, এর আগেও এম টিভির-র সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। ‘পেপসি এম টিভি ওয়াসআপ’-এর সঞ্চালক ছিলেন তিনি। পরে ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘হাফ গার্লফ্রেন্ড’-এর মতো ছবিতে অভিনয় করেন।

ভিডিও ও ছবি- ইন্সটাগ্রাম ও টুইটার

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।

প্রথম বাংলাদেশী মহিলা হিসাবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন অভিনেত্রী বাঁধন

র আগে বাংলাদেশের কোনও মহিলা এই অধিকার পাননি, মানে পূর্ণ অভিভাবকের স্বীকৃতি পাননি। সেই স্বীকৃতিই পেলেন বাঁধন। অভিনেত্রীর মুখে এখন চওড়া হাসি।