বিমানবন্দরে কী হল সারার সাথে? লজ্জায় মাথা কাটা গেল সইফ কন্যার

খুব অল্প সময়ের মধ্যেই বলিপাড়ায় নিজের জায়গা পাকা করেছেন সইফ আলী খান কন্যা সারা আলী খান। কোন পোশাকে অভিনেত্রীকে খুব সুন্দর দেখাচ্ছে, আবার কোনও পোশাকে খুব মিষ্টি। নায়িকার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই থাকে নেট-দুনিয়ায় চর্চায়। দেশি অবতার হোক বা সাহসী স্টাইল, সারার প্রতিটি লুকই ভক্তরা পছন্দ করেন।

কিন্তু তাঁকে এইভাবে অপমানিত হতে হবে, তা তিনি হয়ত গুণাক্ষরেও টের পাননি। বিমানবন্দরে আকছার পাপ্পারাজিদের লেন্সবন্দি হন সেলেবরা। কে, কোথায়, কার সঙ্গে যাচ্ছেন? এহেন হাঁড়ির খবর ফটোশিকারিদের কাছে সবই থাকে। সারা আলি খানের ক্ষেত্রেও তাই হল।

বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর দিকে ছবি তুলতে এগিয়ে আসে একঝাঁক কচিকাঁচা। সারাও ফেরান না তাদের। হাসিমুখে তুলতে থাকেন একের পর এক ছবি। কিন্তু ছবি তোলার সময়ে তাঁর  পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি।

সারার সঙ্গে বাচ্চাদের ছবি তুলতে দেখে তিনি সারাকে উদ্দেশ্য করে ওই শিশুদেরকে আচমকাই বলে ওঠেন, ‘কেন এর জন্য নিজের সময় নষ্ট করছ?’ খানিক অপ্রস্তুত হয়ে পড়েন সারাও।

এই রকম যে তাঁকে বলতে পারেন কেউ তা তিনি আশাও করতে পারেননি। এই ঘটনায় ওই ব্যক্তির নিন্দায় নেটপাড়ায় সরব হয়েছেন সারার ভক্তরা।

অন্যদিকে, অনেকেই আবার সারার বিরুদ্ধে গিয়েও কথা বলেছেন। তাঁদের বক্তব্য, ‘সত্যিই তো, সেলিব্রিটি বলেই কি তাঁদের নিয়ে এত মাতামাতি করার কি সত্যিই কোনও প্রয়োজন আছে?’ 

ভিডিও- ইন্সটাগ্রাম।

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন