অভিনেত্রী উর্ফি জাভেদ এখন সকলের কাছেই পরিচিত মুখ। বিশেষ করে তার ফ্যাশন ও পোশাক নিয়ে অনেক কথাই চলে সারাক্ষণ। তার ফ্যাশন আলোচনার বিষয়বস্তু। ফের চমক দিলেন উর্ফি জাভেদ। উদ্ভট পোশাকের কারণে বরাবরই লাইমলাইটে থাকেন তিনি।
লাল টুকটুকে স্কার্টের সঙ্গে শাড়ির আঁচলের মতো করে পরলেন ওড়না। তবে উর্ফির বক্ষদেশের চমক দেখে ভিড়মি খেলেন ভক্তরা। কল্পনাকে সত্যি করে দেখালেন উর্ফি।
উর্ফিকে অপ্সরার বেশে সাজিয়ে তুলেছিলেন ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ। ফ্যাশন ডিজাইনারের আয়োজিত সন্ধ্যার পার্টিতেই উপস্থিত ছিলেন উর্ফি জাভেদ।
কখনও শরীরে প্লাসটিক, কখনও শুধু মোবাইল ফোন আর চার্জার। আর এইবার স্তনের মধ্য়ে সোনালি জরির সাপ জড়িয়ে ক্য়ামেরার সামনে এলেন উর্ফি। সঙ্গে সবুজ রঙের ইভনিং গাউন। সম্প্রতি এক ফ্যাশন শোয়েও চমক দিয়েছেন উর্ফি।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।