ছোটবেলায় অপরিণত বয়সে প্রায় কমবেশি প্রত্যেকেই কিছু না কিছু ভুল করে থাকেন। সে সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি। পরীক্ষার হলে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন শিক্ষকের কাছে। তারপর কী হাল হয়েছিল শ্রদ্ধা কাপুরের?
অভিনেত্রীর কথায়, ‘জীবনে আমরা সকলেই পরীক্ষার হলে কখনও না কখনও নকল করেছি। আমিও করেছিলাম। পরীক্ষার আগে এত্তটাই হতাশ হয়েছিলাম যে, পোশাকের ভিতরে উত্তর লিখে নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম, আহা কী দারুণ আইডিয়া। কেউ ধরতে পারবে না আমাকে। পরীক্ষার সময়ে প্রশ্নটা দেখেই যখন পোশাকের ভাঁজে উঁকি-ঝুকি মেরে উত্তরটা দেখছি। ওমা দেখি, শিক্ষক আমার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন। আমার ভাবখানা তখন, আরে আমি তো জানিই যে আমি ভালো মার্কস পাব। আর শিক্ষক তো পাশে দাঁড়িয়েই চিৎকার করলেন- শ্রদ্ধা…! শেষমেশ আমি ধরা পড়ে যাই।‘
শ্রদ্ধা কাপুর বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। যদিও সেখানে তিনি ভালো ফল করেছিলেন। কিন্তু অভিনয়ের প্রতি অনুরাগের কারণেই তিনি কলেজ ছেড়েছিলেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।