উৎসবের আমেজেই ল্যাম্বরগিনি কিনে ফেললেন শ্রদ্ধা কাপুর। ল্যাম্বরগিনি হ্যারিকেন টেকনিকা মডেলটি কিনলেন শ্রদ্ধা কাপুর। প্রায় ৪ কোটি টাকায় ল্যাম্বরগিনি গাড়িটি কিনলেন শ্রদ্ধা।
নতুন গাড়ি কিনেই ‘টক অব দ্য টাউন’ অভিনেত্রী। ইসকনের মন্দিরে গিয়ে গাড়ির পুজো দিয়েছেন শ্রদ্ধা। গাড়িতে ধূপ দেখিয়ে, মালা পরাতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মুম্বাইয়ের ল্যাম্বরগিনি প্রধান পূজা চৌধুরিও শ্রদ্ধার সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজ আমার একটি বিশেষ মুহূর্ত। বহু বছর ধরে আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত। মুম্বাইতে প্রথম কোনও প্রতিভাবান নারীর কাছে ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা তুলে দিতে পেরে আমি খুশি।‘
এইদিকে ল্যাম্বরগিনি কেনার জন্য তীব্র ট্রলের মুখেও পড়তে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। প্রসঙ্গত এই গাড়িটি অত্য়ন্ত ব্যয়বহুল একটি গাড়ি। এর উপর গাড়িটি উচ্চ অ্যাকটেন ফুয়েলে চলে, যা কম জায়গায় পাওয়া যায়। এই গাড়ি সাধারণ জ্বালানিতেও চালানো যায় ঠিকই তবে তাতে ইঞ্জিনের ক্ষতি হয় বলেই দাবি করা হয়। আর এই কারণেই এই গাড়ির পরিবেশ ক্ষতি করে বলেও দাবি করা হয়। আর এই কারণগুলি তুলে ধরে সোশ্যালে শ্রদ্ধার তীব্র সমালোচনা করেন নেটিজেনদের একাংশ।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন