সাহসী বিদ্যাকে নিয়েও ভারতজুড়ে একবার সমালোচনার ঝড় উঠেছিল। বলিউড অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনী নিয়ে ‘ডার্টি পিকচার’ ছবিতে অভিনয়ের পরে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন বিদ্যা। কেউ তার খোলামেলা দেহকে মন্দ বললেও কেউবা উপভোগ করেছিলেন তার উষ্ণ আবেদন।
বলিউড অভিনেতা রণবীর সিং-এর নগ্ন ফটোশুট নিয়ে বিতর্কের বন্যা বয়ে গেছিল। বেশির ভাগ মানুষই তার এই ছবিকে নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছিলেন। তবে তখন রণবীরের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের সাহসী অভিনেত্রী বিদ্যা বালান।
অভিনেত্রী জানিয়েছিলেন, পুরুষের অনাবৃত শরীর আমাদেরও উপভোগ করতে দিন, এতে সমস্যা কোথায়? একজন বিখ্যাত পুরুষের অনাবৃত শরীর দেখে আমাদের চোখও আরাম পাক।’
তবে এইবার রণবীরের মতো বোল্ড ফোটোশ্যুটে নিজেকে উজাড় করে দিয়েছেন বিদ্যা। কফির কাপ হাতে ধরে চেয়ারের উপর গা এলিয়ে বসে রয়েছেন তিনি।
শরীরে পোশাক বলতে কিছুই নেই। চোখ সানগ্লাস পরে বুকের অর্ধেক ঢাকলেন খবরের কাগজ দিয়ে।
বিদ্যার এই হট লুকের পিছনে রয়েছেন বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার ডাব্বু রতনানি, যার এক ক্লিকেই জাদু। বলিউডের টপমোস্ট অভিনেত্রীরা নিজেদেরকে উজার করে দেন ডাব্বু রত্নানির ক্যালেন্ডার ফোটোশ্যুটে। ডাব্বু রতনানি নিজের সোশ্যাল মিডিয়ায় বিদ্যার এই ছবি শেয়ার করেছেন। যা দেখে খবরের শিরোনামে মুহূর্তে চলে এসেছেন নায়িকা। বিদ্যার এই ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।