খাগড়াগড় বিস্ফোরণের ঘটনাকে পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা

একটু ভিন্ন ধরনের ছবি বরাবরই দর্শকদের  উপহার দিয়ে থাকেন। প্রায় প্রতিটি ছবির মধ্যেই ফুটে ওঠে বাস্তবতার গল্প। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবির গল্পগুলি এত পরিস্ফুট ভাবে সাজানো হয় যা বক্স অফিসে দারুণভাবে সফল তো হয়ই। 

ফের শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের মাথায় এসেছে আর এক নতুন বাস্তব সত্য ঘটনাকে পর্দায় ফুটিয়ে তোলার কথা। বর্ধমানের খাগড়াগড়ের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনাকে।

এই ঘটনায় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাজি বানানোর কারখানায় আগুন লেগে গিয়েছিল। তবে তদন্তের পরে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তে নেমে এনআইএ জানতে পারে এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের। বিস্ফোরণের পর ওই বাড়ি থেকেই গ্রেফতার হন দুই মহিলা। উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক।

শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় বলেন, ‘সেই সময় এই ঘটনা নিয়ে চারিদিকে অনেক রকম থিওরি বা ন্যারেটিভ তৈরি হয়েছিল। এখানে কারা বোমা বানাত, কেনই বা বানাত তারা। এদের লক্ষ্যটা ঠিক কী ছিল। আমি আর নন্দিতাদি প্রথম থেকেই এই নিয়ে খবরের কাগজে বের হওয়া নানা তথ্য নজরে রাখছিলাম। সেটাই আমাদের দুজনকে ভাবিয়েছিল। তখন থেকে মনে হয়েছিল এটা নিয়ে ছবি তৈরি করা যেতে পারে।‘

এইবার এই ঘটনাকেই পর্দায় আনছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ। বর্ধমানের খাগড়াগড়ের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনাকে নিয়ে ছবি বানাতে চলেছে এই পরিচালক জুটি। সেই উত্তর তো তাঁদের কথায় স্পষ্ট। কিন্তু ছবির শুটিং কবে থেকে শুরু হবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি।

ছবি- ফেসবুক।

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন