বি-টাউন মানেই একের পর এক নতুন ছবি। বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন ও কার্তিক আরিয়ান।
অন্য়দিকে ‘সিংঘম’ প্রথম দুটি কিস্তিতে অজয় দেবগনের বাজিরাও সিংঘমকে স্থানীয় গ্যাংস্টারদের বিরুদ্ধে লড়াই করতে দেখেছিল। তবে ‘সিংঘম অ্যাগেইন’এ তাঁর চরিত্রে কিছুটা পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে।
রোহিত শেট্টির সূর্যবংশীতে একটি ক্যামিও চরিত্র উপস্থিত করার মাধ্য়মে ইঙ্গিত দিতে চেয়েছিলেন যে সম্ভবত এই ছবিতে অজয় দেবগনকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে।
এছাড়া কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া থ্রি’ এই হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ছবির নির্মাতারা এই মাসের শুরুতে ছবিটির মুক্তির তারিখ প্রকাশ করেছিলেন৷
অভিনেতা কার্তিক আরিয়ান সোশ্যাল মিডিয়ায় ছবিটির একটি ঘোষণার ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি তাঁর চরিত্র ‘রুহ বাবা’ হিসাবে উপস্থিত হয়েছেন। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘’ রুহ বাবা রিটার্নস দিওয়ালিতে ২০২৪-এ আসছে”।
তবে সমস্যা যে অন্য জায়গায়। বলিউডের অন্দরের খবর প্রায় একই সময়েই না কি অজয় দেবগন ও কার্তিক আরিয়ান দু’জনের বিগবাজেটের ছবি মুক্তি পাবে বলেই খবর।
থ্যাংক গড ছবিতেও একেবারে নতুন রূপে দেখা গেছিল অজয়কে। ছবির পোস্টারে অজয়ের দেখা মিলেছে রাজার মতো বনে থাকা অবস্থায়। কাচা-পাকা চুল, দাড়ি আর চোখে, মুখে এক অদ্ভুত তেজ। ছবির প্রথম ঝলকেই সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেতা।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।