রণবীর সিং-এর সঙ্গে আলিয়ার প্রেম কাহিনি ‘ফাইনালি’ শেষ হল। আর সেই মুহূর্তের সাক্ষী থাকলেন পরিচালক-প্রযোজক। ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’-র ছবির শ্যুটিং শেষ হল। আর শেষ দিন ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি-র’ সেটে ছিল সেলিব্রেশনের মেজাজ।
করণ জোহর তাঁর ইনস্টা হ্যান্ডেলে শ্যুটিং সেটের শেষ দিনের সুন্দর মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। টিমের প্রত্যেকেই সেখানে উপস্থিত সেখানে ছিলেন সেখানে।
‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’-এর শ্যুটিং শেষে করণ জোহরের ফিরে দেখা তাঁর পরিচালনার সাত বছর। শ্যুটিং-এর শেষ দিনে বলেন, সবথেকে সেরা টিম পেয়েছেন তিনি। তাঁকে সঙ্গ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই ছবি তৈরির কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন করণ জোহর। ফাঁস করেছেন আরও অনেক অজানা তথ্য।
করণ জোহর বলেন, সবথেকে সেরা টিম পেয়েছেন তিনি। এই শ্যুটিং-এর গোটা যাত্রাপথ এতটাই সুন্দর ছিল যে শেষ দিনে সকলকে বিদায় জানানো বেশ কঠিন ছিল।
‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ -এর কাস্টিং-এ রণবীর আলিয়া ছাড়াও উপস্থিত আছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, সাবানা আজমি ও চূর্ণী গাঙ্গুলি।
করণ জোহর পরিচালিত নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি’ এই ছবিতে একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট-রণবীর সিং জুটিকে।
আর পাঁচটা প্রেমের কাহিনির মতো হবে না রকি আর রানির লাভ স্টোরি। সে বিষয়ে আগেই নিশ্চিত করে দিয়েছেন স্বয়ং পরিচালক।
রুপোলি পর্দায় পুরনো জুটির নতুন স্বাদ পেতে একপ্রকার মুখিয়ে রয়েছে সিনেপ্রেমী মানুষ। করণের নতুন ছবিতে রয়েছে মেগা তারকা সমাবেশ।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।