বক্স অফিসে ‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় রয়েছেন। অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ ছবি-র মুক্তি নিয়ে।
যদিও ঘোষণা অনুযায়ী আগেই জানা গিয়েছিল, চলতি বছরের ২রা জুন মুক্তি পাবে এই ছবিটি। তবে সূত্রের খবর, পিছিয়ে যেতে পারে শাহরুখের এই প্রজেক্টের মুক্তি।
প্রোডাকশন হাউজের সূত্রে জানা গেছে, ছবিটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। শুধু তাই নয়, ছবিটির ভিএফএক্স নিয়ে বেশ ভারী কাজ থাকায় কাজ শেষ করতে সময়ও লাগবে। একই সঙ্গে পোস্ট প্রোডাকশনের কাজ মিলিয়ে যথা সময়ে ছবিটির কাজ শেষ না ও হতে পারে। তাই সমূহ সম্ভাবনা রয়েছে ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার।
জুনের বদলে অক্টোবরে এই ছবিটি মুক্তি পাবে। উল্লেখ্য, অক্টোবর পুজোর মরশুম। আবার ২৪ অক্টোবর রয়েছে ‘দশেরা’। শোনা যাচ্ছে, ‘দশেরা’র সপ্তাহেই মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ছবিটি।
অ্যাকশন থ্রিলার ঘরনার এই ছবিটিতে শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে। ছবিটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।