শেষে কিনা বাসনের দোকান। সব জায়গা ছেড়ে বাসনের দোকানে গিয়েও ছবি তোলার এত হিড়িক। সোশ্যাল মিডিয়ায় তারকারা ছবি পোস্ট করামাত্রই কাটাছেঁড়া লেগেই থাকে। প্রশংসার পরিবর্তে সমালোচনা করতেই যেন রে রে করে তেড়ে আসেন নেটিজেনরা। আরও একবার নেটদুনিয়ায় কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
সম্প্রতি বাসনের দোকানের মাঝে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবি পোস্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় রিলও করেন অভিনেত্রী।
এরপর কার্যত রে রে করে উঠেছেন নেট নাগরিকরা। কমেন্টে ভরিয়েছেন তাঁরা। অভিনেত্রীকে তাঁরা জানতে চেয়েছেন, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে কীভাবে তিনি বাসনের দোকানে রিল তৈরি করতে পারলেন। তিনি চাইলে তো আরও একটু ভালো কিছু চেষ্টা করে দেখতে পারতেন।
বর্তমানে অবশ্য এসব কথায় কান দেওয়ার সময়ও নেই তাঁর। কারণ, আপাতত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। পরিচালক দেবালয়ের এই ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটি’র দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন তিনি।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।