ফের কী সুখবর দিলেন দেব? কোথায় গেলেন প্রধান ছবির টিম শুটিংয়ে?

টলি পাড়ার প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম দেব। বর্তমানে তিনি বেজায় ব্যস্ত তাঁর বিভিন্ন ছবির কাজ নিয়ে। সেই ব্যস্ততার ফাঁকেই দেব ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এক দারুণ সুখবর দিলেন।

0

টলি পাড়ার প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম দেব। বর্তমানে তিনি বেজায় ব্যস্ত তাঁর বিভিন্ন ছবির কাজ নিয়ে। সেই ব্যস্ততার ফাঁকেই দেব ভক্তদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এক দারুণ সুখবর দিলেন।

খাকি পোশাক, ব্যাচে লেখা দীপক প্রধান। কিছুটা   নিজের নাম দিয়েই দেব নিজেকে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রধান ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যাবে এক পুলিশ অফিসারের ভূমিকায়।

ইতিমধ্যেই প্রধান ছবির শুটিং শুরু হয়েছে। সেই কথা দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন। তাঁর আগেই এক ঝলক দেখালেন দেব। এই ছবিতেই দেব জুটি বাঁধতে চলেছেন সৌমিতৃষার সঙ্গে। তবে ছবির শুটিং স্পট হিসাবে বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। হিমালয়ের কোলে স্নিগ্ধ শান্ত পরিবেশে চুটিয়ে রোম্যান্স করতে দেখা যাবে দেব-সৌমিতৃষাকে।

পড়ুন: হঠাৎ সৌমিতৃষার ভোলবদলের কারণ কী? নেটিজেনদের কী বক্তব্য?

এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টলিপাড়ার একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী সহ সাবিত্রী চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো একঝাঁক তারকা। অতনু রায়চৌধুরীর প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ক্রিসমাসে বড় পর্দায় আসবে ‘প্রধান’।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.