শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা? এই জল্পনাই এখন তুঙ্গে।
প্রসঙ্গত, পরিণীতি ও রাঘবের বিয়ের তারিখ নিয়ে কম জল্পনা হয়নি। তবে এবার মিডিয়া সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দু’জনের তরফে এখনও কোনও অফিসিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।
গত ১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান পর্ব সম্পন্ন হয়। আংটিবদলের পরই বিয়ের ভেন্যু খুঁজতে রাজস্থানে গেছিলেন পরিণীতি-রাঘব। শোনা যায়, দিদি প্রিয়াঙ্কার মতোই রাজকীয়ভাবে বিয়ে করতে চান পরিণীতি। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’-এই না কি বিয়ের আসর বসবে। আর তা হবে সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ।
পড়ুন: ‘কাবুলিওয়ালা’ ছবিতে মিনির চরিত্রে কাকে দেখা যাবে? কী জানালেন ছবি নির্মাতারা?
জানা গেছে, জাঁকজমকভাবেই রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাঁদের। ফিল্ম ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন