একেবারে তাক লাগানো লুক পোস্টার। প্রজাতন্ত্র দিবসে আবার একই দিনে সরস্ব্তী পুজোতে বড়সড় ধামাকা দিলেন দেব।
উৎসবমুখর সকালেই নতুন বেশে ধরা দিলেন দেব। পুরো মুখে চন্দন, কপালে হলুদ সিঁদুর, উসকো খুসকো চুলে তাঁকে দেখে চেনা দায়। হঠাৎ এই সাধু বেশ কেন সুপারস্টারের। আচমকা তার এই বেশ দেখে নেটিজেনদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেই পারে। তবে এইসব কিছুর প্র্শ্নের উত্তর রয়েছে অভিনেতার সোশ্যাল মিডিয়া পেজে।
প্রজাতন্ত্র দিবসের দিন সকালে ছবির পোস্টার শেয়ার করে তিনি লেখেন, “অজস্র কঠিন লড়াইয়ের পর দুশো বছরের ইংরেজ শাসন ধুলিস্যাৎ করে ভারত পেয়েছিল এক স্বপ্নের স্বাধীনতা। সেইসব লড়াইয়ের ইতিহাসে আমরা পেয়েছি অনেক বীরযোদ্ধা, তাদের মধ্যে এক অন্যতম সংগ্রামী “বাঘা যতীন” এর গল্প নিয়ে আমরা আসছি এই পুজোতে।”
তার এই পোস্টের পরই ভরে গিয়েছে অজ্স্র কমেন্টে। এই ছবিতে মানুষ একেবারে অন্য দেবকে দেখতে পাবে বলেই মনে করা হচ্ছে। তাই প্রতিটি চরিত্র বাছাইয়ের ক্ষেত্রেও এখন তিনি বেশ খুঁতখুঁতে। তিনি এখন পিরিয়ডিক্যাল ছবির ওপরে বেশি নজর দিয়েছেন।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।