একেবারে খ্যাতির শীর্ষে। বি-টাউনে তার প্রথম ছবিতেই আন্তর্জাতিক পুরস্কারের তকমা।
টলিউডের পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর হিন্দি ছবি ‘পিঙ্ক’ বলিউডে দারুণ সাড়া ফেলেছিল। অনিরুদ্ধ ফের বলিউডে ফিরছেন তাঁর নতুন ছবি নিয়ে। ছবির নাম ‘লস্ট’।
লস্ট’ ছবির ফার্স্টলুকে দেখতে পাওয়া গিয়েছিল হাওড়া ব্রিজের ছবি। সেখান থেকে কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া গেছিল এই ছবির প্রেক্ষাপট কলকাতা। তবে ট্রেলারে দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন ইয়ামি গৌতম।
এই ছবিতে রয়েছেন ইয়ামি গৌতম, পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভুপলম, পিয়া বাজপেয়ী ও তুষার পাণ্ডে।
সম্প্রতি সামনে এল এই ছবির ফার্স্টলুক। মুক্তি পেল এই ছবির ট্রেলার। এই ছবি যে রহস্য ও রোমাঞ্চে মোড়া হতে চলেছে তার ইঙ্গিত মিলল ট্রেলারেই। ছবিটি ১৬ ফেব্রুয়ারি জি ফাইভে মুক্তি পাবে।
এই ছবি নিয়ে পরিচালক অনিরুদ্ধ জানিয়েছেন, এটা পুরোটাই ইনভেস্টিগেটিভ ড্রামা। কিন্ত তার মধ্যে সম্পর্ক, ভালবাসা, ধোঁকা সবই রয়েছে। এই সবের কিছুর মাঝেই নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলবে অনিরুদ্ধের লস্ট।’ তবে আপাতত গল্পটাকে গোপনই রাখতে চেয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তাঁর কথায়, ছবিটি ভালোভাবে না দেখলে বোঝা যাবে না। এই ছবির গল্পে থাকবে প্রচুর টুইস্ট।’
ছবি ও ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।