আবারও অন্য লুকে ধরা দিলেন। একেবারে মুখ বাধা রয়েছে ব্যান্ডেজে। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা ‘লকস’।
জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ ছবিতে অভিনয় করছেন শাহরুখ। ছবির প্রযোজনার সংস্থায় রয়েছে শাহরুখ ও গৌরী খানের যৌথ প্রযোজনার সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। ছবির ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন তিনি। পোস্টারে মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে কিং খানকে। যে শুটিংয়ের ছবি ভাইরাল হয়েছে তাতেও শাহরুখের মুখে কাপড় জড়ানো রয়েছে। কালো পোশাক রয়েছে তাঁর পরনে। চোখের মধ্যে রয়েছে একরাশ ক্ষিপ্রতা।

২০২১ সালে ‘জওয়ান’ ছবির শুটিং শুরু হয়। ২০২২ সালের জুন মাসে প্রকাশ্যে আসে ‘জওয়ান’ ছবির টিজার। প্রথম ঝলকেই মন জয় করে নিয়েছেন কিং খান।
‘জওয়ান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২ জুন, ২০২৩ সালে। বলিউড বাদশার এই ছবি পাঁচটি ভাষায় মুক্তি পাবে। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়।
প্রসঙ্গত, ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছাড়াও এই বছরেই মুক্তি পাবে শাহরুখের তৃতীয় ছবি, রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’। এই ছবিতে শাহরুখ প্রথম রাজকুমার হিরানি ও তাপসী পন্নুর সঙ্গে কাজ করবেন।
ছবি ও ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।