ছকভাঙা প্রেমের গল্পই যেন মনে-প্রাণে একরাশ টাটকা বাতাস আনতে পারে। কিন্তু তাই বলে ভ্যাম্পায়ার আর মানুষের প্রেম কাহিনী। আর হবে নাই বা কেন? কারণ ভ্যাম্পায়ার আর মানুষ তো বাস্তব দুনিয়াতেই একসঙ্গে বাস করে।
নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘টুথ পরী’র মুক্তি পেতে চলেছে চলতি মাসেই ২০ এপ্রিল। প্রতিম দাশগুপ্ত পরিচালিত এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে শান্তনু মহেশ্বরী এবং তানিয়া মানিকতলা। কলকাতাকে ঘিরে আবর্তিত হচ্ছে ছবির গল্প। শিকার করার সময় দাঁত ভেঙে যায় ভ্যাম্পায়ার-কন্যা রুমির। তা ঠিক করাতে তিনি দাঁতের ডাক্তারের কাছে যান। এইদিকে দন্তচিকিৎসক ডা. রায় আবার একটু ভীরু আর লাজুক প্রকৃতির তরুণ। এ হেন এক মানুষের প্রেমে পড়ে যান রীতিমতো ডাকাবুকো ভ্যাম্পায়ার-কন্যা রুমি।
‘টুথ পরী’র টিজার দেখতে গিয়ে প্রথমেই চোখে পড়ে সিরিজের কলাকুশলীর দিকে।
একাধিক টেলিভিশন শো করার পর ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শান্তনু। কলকাতার ছেলে শান্তনুর বরাবরই নাচের দিকেই ঝোঁক বেশি।
শান্তনু ও তানিয়ার পাশাপাশি এই সিরিজে দেখা যাবে সিকন্দর খের, আদিল হুসেন, রেবতী, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোম, অনীশ রাইলকর, রজতাভ দত্ত, স্বরূপা ঘোষ, অভিজিৎ দত্ত, অনিন্দিতা বসু, কিথ অ্যান্টনি সিক্যুইরা, চিত্রক বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো তাবড় প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীদের। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে এন্ডেমল শাইন ইন্ডিয়া। সম্পূর্ণ নতুন ধারার এই সিরিজের ভাবনা পরিচালক প্রতিম দাশগুপ্তের। সিরিজটি লিখেছেন প্রতিম দাশগুপ্ত এবং সেজল পাসিচিয়া। আর সংলাপ লিখেছেন শ্রুতি মদন, রূপা কেবল্য এবং প্রতিম দাশগুপ্ত।
ভিডিও- ইউটিউব
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন