বাংলা বাণিজ্যিক ছবির ‘পোস্টার বয়’ বলা হয় তাঁকে। টলিউডের রাজনৈতিক-সামাজিক সমীকরণে সমানুপাতিক দৃষ্টিভঙ্গি রেখে চলেন পরিচালক রাজ চক্রবর্তী।
পরিচালক রাজের হাত ধরে টলি পাড়ায় এসেছে প্রচুর নতুন মুখ। কিন্তু যেসব তারকারা তাঁর পরিচালনায় কাজ করেছে। এবং জীবনে পায়ের মাটিকে মজবুত করেছে তাঁদের জন্য রাজের একটি শর্ত বরাবরই নির্ধারিত ছিল।
টলিউড ইন্ডাস্ট্রিতে দাদা ডাকলে না কি হিরোইনের চরিত্র পাওয়া খুব সমস্যা। রাজ নতুন নতুন পরিচালক। পারব না আমি ছাড়তে তোকে পরিচালনা করছেন। এমনই একটি সাক্ষাৎকারে, ছবির দুই অভিনেত্রী স্বস্তিকা এবং কৌশাণী মুখোপাধ্যায়ের সামনেই স্বীকার করেছিলেন, দাদা ডাকলে না কি এই ইন্ডাস্ট্রিতে লিড হিরোইন এর চরিত্র পাওয়া যায় না। সেইকারণেই, কৌশাণী তাঁকে রাজ চকো বলে ডাকে।
পড়ুন: সোশ্যাল মিডিয়ায় বার্বি ট্রেন্ডে মাতলেন কৌশানী, ধেয়ে এল কটাক্ষের বন্যা
মজার সুরেই রাজ বলে, ‘এই ইন্ডাস্ট্রিতে যে বা যারা মেয়ে বলে ডেকেছে, তারা কিন্তু বোন হয়ছে, দিদি হয়েছে, হিরোইনের বন্ধুও হয়েছে, ভালো অভিনেত্রী হয়ে উঠেছেন। শুধু হিরোইন হননি।‘
রাজ চক্রবর্তী এবার তৈরি করছেন ওয়েব সিরিজ। কিছুদিন আগেই সেই খবর তিনি নিজেই জানান দর্শকদের। ইতিমধ্যেই শুরু হয়েছে সিরিজের শ্যুটিং। সিরিজের নাম ‘আবার প্রলয়’। এই সিরিজের হাত ধরে এই প্রথমবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে।
‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে বেশ কয়েকটি মুখ্য চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া সহ আরও অনেকেই। তবে অভিনেতার তালিকায় রয়েছে চমক। বিধায়ক রাজের সিরিজে এবার অভিনয় করবেন রাজ্যের এক মন্ত্রীও। তিনি হলেন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক।