Homeবিনোদন“হাম সব বহুত পরেশান হ্যাঁয়”, বললেন ‘তারক মেহতা…’র নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিংয়ের...

“হাম সব বহুত পরেশান হ্যাঁয়”, বললেন ‘তারক মেহতা…’র নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিংয়ের বাবা  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: “আমরা ভীষণ ভেঙে পড়েছি। গোটা পরিবার গুরুচরণের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে”, বলেছেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র অভিনেতা গুরুচরণ সিংয়ের বাবা হরগিত সিং। ‘টাইমস অফ ইন্ডিয়া’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে হরগিত বলেছেন, দু’ সপ্তাহ হল গুরুচরণের কোনো খোঁজ নেই।

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক অত্যন্ত জনপ্রিয় কমেডি চরিত্র রোশন সিং সোধি। সেই সোধির চরিত্রে অভিনয় করে সিরিয়াল-দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন গুরুচরণ সিং। গত ২২ এপ্রিল থেকে সেই গুরুচরণ সিং বেপাত্তা। পুলিশের সন্দেহ, গুরুচরণ নিজেই ছক কষে ‘উধাও’ হয়েছেন এবং দিল্লি ছেড়ে চলে গিয়েছেন।

হরগিত সিং বলেন, “যা ঘটেছে তা খুবই দুঃখের। কী করে এর সামাল দেব জানি না। হাম সব বহুত পরেশান হ্যাঁয় (আমরা খুব ভেঙে পড়েছি)। পুলিশের কাছ এ ব্যাপারে কিছু খবর পাওয়ার অপেক্ষায় উন্মুখ হয়ে বসে আছি। হাম উসকে ওয়াপস আনে কে ইন্তেজার কর রহে হ্যাঁয় (আমরা ওর ফেরার অপেক্ষা করছি)।”

বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগের দিন গুরুচরণ ওঁর ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। উপলক্ষ্য ছিল বাবার জন্মদিন। হরগিত বলেন, “জন্মদিনে সেভাবে কোনো অনুষ্ঠান হয়নি। সবাই বাড়িতেই ছিলাম। সেটাই আনন্দের। পরের দিনই ওর মুম্বই যাওয়ার কথা ছিল।”

গুরুচরণের বান্ধবী কী বলছেন

যে দিন থেকে গুরুচরণ বেপাত্তা সে দিন তাঁর বান্ধবী ভক্তি সোনির মুম্বই বিমানবন্দরে যাওয়ার কথা ছিল ওঁকে নিয়ে আসার জন্য। বান্ধবী জানান, তিনি বিমানবন্দরে গিয়েছিলেন, তাঁর জন্য অপেক্ষাও করেন। গুরুচরণ না আসায় তিনি তাঁকে ফোনও করেন। কিন্তু তিনি যোগাযোগ করতে পারেননি। তাঁর আশা, পুলিশ নিশ্চয়ই গুরুচরণের কিছু খবর আনবে।

পুলিশ কী বলছে

পুলিশের সূত্র ‘নিউজ ১৮’-কে বলেছে, “পালাম এলাকাতেই তিনি তাঁর ফোন ফেলে গিয়েছেন। আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। কিন্তু গুরুচরণকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ ওঁর ফোনটা ওঁর কাছে নেই। উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিনেতা একটা ই-রিকশা থেকে আরেকটা ই-রিকশায় উঠছেন। দেখে মনে হচ্ছে, তিনি সব কিছুই ছক কষে রেখেছিলেন এবং দিল্লির বাইরে চলে গিয়েছেন।”

গুরুচরণ সিং জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’য় রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করা শুরু করেন একেবারে গোড়া থেকে, সেই ২০০৮-এ। টানা পাঁচ বছর কাজ করার পর ২০১৩-তে তিনি কাজ ছেড়ে দেন। পরের বছর আবার সিরিয়ালে ফিরে আসেন। শেষ পর্যন্ত ২০২০-তে আবার সিরিয়াল ছেড়ে চলে যান। আর ফেরেননি। এখন সোধির চরিত্রে অভিনয় করছেন বলবিন্দর সিং সুরি।

আরও পড়ুন

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।