Homeবিনোদনএখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক...

এখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক নিজেই কষেছিলেন

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক অত্যন্ত জনপ্রিয় কমেডি চরিত্র রোশন সিং সোধি। সেই সোধির চরিত্রে অভিনয় করে সিরিয়াল-দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন গুরুচরণ সিং। গত ২২ এপ্রিল থেকে সেই গুরুচরণ সিং বেপাত্তা। আজ ১২-১৩ দিন পরেও তাঁর খোঁজ মেলেনি। পুলিশের সন্দেহ, গুরুচরণ নিজেই ছক কষে ‘উধাও’ হয়েছেন এবং দিল্লি ছেড়ে চলে গিয়েছেন। দিল্লি পুলিশের সূত্র উদ্ধৃত করে এই খবর দিয়েছে ‘নিউজ ১৮’ (News 18)।

গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিং। দিল্লি বিমানবন্দরে তাঁকে শেষ দেখা গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, অভিনেতা দিল্লির পালাম অঞ্চলে তাঁর ফোনটি ফেলে চলে গিয়েছেন। ফলে তাঁকে খুঁজে বের করার জন্য যে তদন্ত চলছে, তা কঠিন হয়ে গিয়েছে।

পুলিশ কী বলছে

পুলিশের সূত্র উদ্ধৃত করে ‘নিউজ ১৮’ বলেছে, “যে সিসিটিভি ফুটেজ পুলিশ পুনরুদ্ধার করেছে, তা থেকে দেখা যাচ্ছে অভিনেতা একটা ই-রিকশা থেকে আরেকটা ই-রিকশায় উঠছেন। দেখে মনে হচ্ছে, সব কিছুই তাঁর পরিকল্পনা করা এবং তিনি দিল্লির বাইরে চলে গিয়েছেন।”

সিসিটিভি ফুটেজে ধরা ছবির কথা জানিয়ে দিল্লি পুলিশ আগে বলেছিল, ২২ এপ্রিল দিল্লি বিমানবন্দরের কাছে অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল। সঙ্গে ছিল একটা ব্যাকপ্যাক। মুম্বইগামী উড়ান ধরার জন্য অভিনেতা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তবে তিনি মুম্বই যাননি, বাড়িতেও ফিরে আসেননি।

অভিনেতার এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় তাঁর বাবা খুব ভেঙে পড়েন। তিনি বেপাত্তা হয়ে যাওয়ার চার দিন পর দিল্লি পুলিশের কাছে ছেলের নিখোঁজ হওয়ার জন্য ডায়েরি করেন। ২৭ এপ্রিল দিল্লি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ ধারামতে এফআইআর দায়ের করে।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে আর্জি

যে দিন থেকে গুরুচরণ সিং নিখোঁজ হয়ে রয়েছেন, সে দিন থেকে তাঁর ফোনও পাওয়া যাচ্ছে না। অভিনেতার উধাও হয়ে যাওয়ার ঘটনা নিয়ে তদন্তের কাজ দ্রুত সম্পন্ন করতে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামল গুপ্ত ২৮ এপ্রিল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনার কাছে আবেদন জানান।

দক্ষিণ পশ্চিম দিল্লির ডিসিপি রোহিত মিনা গত সপ্তাহে জানান, অভিনেতার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নিয়ে তদন্ত করতে গত সপ্তাহে একটি টিম গঠন করা হয়েছে। মিনাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই বলেছে, “গুরুচরণের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। তাতে বলা হয়েছে, তিনি ২২ এপ্রিল থেকে নিখোঁজ। তাঁর মুম্বই যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যাননি। আমরা ভারতীয় দণ্ডবিধির ৩৬৫ ধারামতে একটি মামলা নথিভুক্ত করেছি। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করার জন্য আমরা একটি টিমকে দায়িত্ব দিয়েছি। আমাদের প্রযুক্তি টিমও এই ঘটনা নিয়ে কাজ করছে। যেখানে তাঁকে নিজে নিজে হাঁটতে দেখা গিয়েছে, সেই অঞ্চলের সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা কাজ করে চলেছি।”  

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সাম্প্রতিকতম

হরিয়ানার নুহতে পুণ্যার্থী ভর্তি বাসে আগুন, ৯ জনের মৃত্যু, আহত ২০-র বেশি

চণ্ডীগঢ়: কুণ্ডলী-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে নুহ জেলার ধুলাভাত গ্রামের কাছে একটি চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু...

ভোট শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের হিসেব প্রকাশ: ২৪ মে-র মধ্যে কমিশনের জবাব চায় সুপ্রিম কোর্ট

খবর অনলাইন ডেস্ক: ঠিক কত ভোট পড়ল তার প্রকৃত তথ্য ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে...

বর্ষাকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে আসার জন্য চলতি গরম খুব গুরুত্বপূর্ণ, সোমবার থেকে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা

শ্রয়ণ সেন বর্ষার দামামা বেজে গিয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে ১৯ মে, রবিবার বর্ষা প্রবেশ করে...

কানহাইয়া কুমারের উপর হামলা, ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর দাবি হামলাকারীর

নয়াদিল্লি: শুক্রবার উত্তর-পূর্ব দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় 'ইন্ডিয়া' জোট প্রার্থী কানহাইয়া কুমারের ওপর হামলা...

আরও পড়ুন

‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং ইদানীং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন, বলছেন আত্মীয়-বন্ধুরা

খবর অনলাইন ডেস্ক: ১৮ দিন হয়ে গেল। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিংয়ের কোনো...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

শিশুদের উন্নয়নে এগিয়ে এলেন করিনা কপূর, ইউনিসেফের জাতীয় দূত হলেন অভিনেত্রী

কলকাতা: রুপোলি পর্দার জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ভারতবর্ষের শিশুদের বিকাশের জন্য এগিয়ে...