Homeবিনোদনবিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার প্রয়াত  

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার প্রয়াত  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: বিশিষ্ট চলচ্চিত্রপরিচালক এবং নাট্যব্যক্তিত্ব গৌতম হালদার প্রয়াত হলেন। শুক্রবার সকালে তিনি অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছোনোর আগেই পথেই তাঁর মৃত্যু হয় বলে তাঁর পরিবারের সূত্রে জানা যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ভারতীয় সিনেমাজগতের বিখ্যাত তারকা বিদ্যা বালনের চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটেছিল গৌতম হালদার পরিচালিত ‘ভালো থেকো’ ছবি দিয়ে। বিদ্যা ছাড়া এই ছবিতে অভিনয়  সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, জয় সেনগুপ্ত প্রমুখ। ছবিটি ২০০৩ সালে মুক্তি পায়। সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয় ‘ভালো থেকো’।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাখি গুলজ়ার। বিশিষ্ট সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খানের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন গৌতম। তাঁকে নিয়ে ১৯৯৯ সালে গৌতম তৈরি করেন ‘স্ট্রিংস ফর ফ্রিডম’ তথ্যচিত্রটি।

শুধু চলচ্চিত্রই নয়, নাট্যজগতের সঙ্গেও সক্রিয় ভাবে যুক্ত ছিলেন গৌতম হালদার। দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটি নির্দেশনা করেন তিনি। এই নাটকে নন্দিনীর চরিত্রে অভিনয় করেন চৈতি ঘোষাল। গৌতম হালদারের প্রয়াণে বাংলার চলচ্চিত্রজগত এবং বাংলার নাট্যজগতে গভীর শোকের ছায়া নেমে আসে।

গভীর শোকাহত বিদ্যা, চৈতি, জয়

এই পুজোতেই দেখা হয়েছিল গৌতম হালদারের সঙ্গে। কলকাতায় একটি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে। কলকাতাকে যিনি ‘দ্বিতীয় বাড়ি’ বলে মনে করেন সেই বিদ্যা বালন সব সময়েই বলেন, গৌতম হালদারের হাত ধরেই তাঁর সিনেমায় আসা। গৌতম হালদারের মৃত্যুর খবর পেয়ে খুবই ভেঙে পড়েছেন বিদ্যা। জানা গিয়েছে, তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে তিনি কলকাতায় আসছেন।

চৈতি ঘোষাল বলেছেন, “এখনও বিশ্বাস করতে পারছি না গৌতমদা নেই। উনি আমার শিক্ষক। আমি শোকস্তব্ধ। গৌতমদার তাগিদের রক্তকরবী করেছি। সামনেও একাধিক শো আছে, দিশেহারা লাগছে।”

জয় সেনগুপ্ত বলেছেন, সাংস্কৃতিক জগতের প্রত্যেকটি মানুষকে এক সুতোয় বেঁধে কাজ করিয়ে নিতে পারতেন গৌতম হালদার। ‘ভালো থেকো’য় কাজ করতে করতে গৌতমদার সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। একবারও মনে হয়নি এটা ওঁর প্রথম কাজ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।