Homeবিনোদন'উস্কানিমূলক' মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর, কী বলেছিলেন 'মহাগুরু'

‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর, কী বলেছিলেন ‘মহাগুরু’

প্রকাশিত

বিজেপি নেতা এবং প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ‘উস্কানিমূলক’ মন্তব্য করার অভিযোগে কলকাতা পুলিশের বউবাজার থানায় এই এফআইআর দায়ের করা হয়েছে।

লালবাজারের একটি সূত্র জানিয়েছে, সোমবার বউবাজার থানায় একটি লিখিত অভিযোগে মিঠুনের বক্তব্যকে উস্কানিমূলক হিসেবে উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে। থানার নথি অনুসারে, এই এফআইআরটির নম্বর ২৫৫।

সদ্য ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারপ্রাপ্ত মিঠুন সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় কলকাতায় আসেন। এই সফরের অংশ হিসেবে গত ২৭ অক্টোবর এক সভায় মিঠুন বলেন, ‘‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী সামনেই বলছি, যা করতে হয় সব করব। আমাদের এখানকার এক নেতা বলেছেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন। কিন্তু কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। তবে বলে রাখছি, তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।’’

মিঠুনের এই মন্তব্যের পাশাপাশি, তিনি আরও বলেন, ‘‘আমাদের এমন কর্মী দরকার যারা বুক চিতিয়ে বলবেন, মার! কত গুলি আছে দেখি!’’ হিন্দু-মুসলিম সম্পর্কিত কথোপকথন টেনে প্রবীণ অভিনেতা আরও বলেছিলেন, ‘‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না, এটা ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি, রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে।’’

মিঠুনের এই ধরনের মন্তব্য তাঁর সিনেমার মারকাটারি সংলাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও, বাস্তব জীবনে এ ধরনের বক্তব্য তাঁকে বিতর্কের মুখে ফেলেছে। লালবাজার সূত্রে জানা গেছে, মিঠুনের এই মন্তব্যের কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয়, কলকাতা পুলিশ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের ফুটপাত লোহার গার্ড রেল দিয়ে আটকানোর প্রস্তাব পুলিশের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...