Homeবিনোদনবাংলাদেশি পরিচালকের সঙ্গে জুটি বেঁধেছেন জিৎ, কবে মুক্তি পাবে ‘মানুষ’?  

বাংলাদেশি পরিচালকের সঙ্গে জুটি বেঁধেছেন জিৎ, কবে মুক্তি পাবে ‘মানুষ’?  

প্রকাশিত

ফের পরবর্তী ছবিতে জিৎ জুটি বাঁধছেন সুস্মিতার সঙ্গে। এক বাংলাদেশি পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন টলিউড স্টার।

জিৎ জানিয়েছেন, তার প্রযোজিত ও অভিনীত আসন্ন ছবির মধ্যে একটি  ‘মানুষ’। এই ছবিটি পরিচাললনা করবেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। যিনি গত চার বছরে বেশকিছু নাটক ও ওটিটি কনটেন্ট বানিয়ে সুনাম অর্জন করেছেন।

বহু তারকা অভিনেতাকেই এর আগে বাংলাদেশের শিল্পী-পরিচালকদের সঙ্গে কাজ করতে দেখা গেছে।

তবে জিতের ক্ষেত্রে এই প্রথম। এত দিন গুঞ্জন থাকলেও এইবার পড়েছে শিলমোহর। সম্প্রতি শেষ হয়েছে ‘মানুষ’ ছবির শুটিং।

এই ছবিতে ফের জিৎ-র বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এর আগে চেঙ্গিজ ছবিতে জিৎ-র স্ত্রীর ভূমিকায় দেখা গিয়ে তাঁকে। তাঁদের অনস্ক্রিন রোম্যান্স নজর কেড়েছিল সকলের। তেমনই প্রশংসা পেয়েছিলেন বিস্তর। এবার ফের একবার দেখা যাবে জিৎ-সুস্মিতার জুটি। এই মানুষ ছবিতেও তাঁদের জুটি প্রশংসা পায় কিনা তাই দেখার। আগামী বছরের ঈদে মুক্তি পেতে পারে এই ছবি এমনটাই সুত্রের খবর।

পড়ুন: ‘জি লে জারা’- ছবির প্রোজেক্ট কেন ছাড়লেন প্রিয়াঙ্কা ও ক্যাটরিনা? কী প্রতিক্রিয়া পরিচালক ফারহানের?

গত চার বছরে বেশকিছু সময় ধরে নাটক ও ওটিটি কনটেন্ট বানিয়ে সুনাম অর্জন করেছেন সঞ্জয় সমাদ্দার। তার প্রশংসিত কাজগুলোর মধ্যে ‘ট্রল’, ‘গেইম ওভার’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’, ‘দাগ’ অন্যতম। ছোটপর্দায় কাজ করলেও সঞ্জয় সমদ্দার সবসময়ই চাইতেন সিনেমা নির্মাণ করতে। সেই সুযোগ তাঁকে করে দিল জিৎ এর সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। 

জানা যাচ্ছে, করোনার ঠিক আগের মুহূর্তে অভিনেতা জিতের সঙ্গে পরিচয় বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দারের। সেই সময় তারা একে অন্যের বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সঞ্জয়ের পরিচালনায় ‘দ্বিতীয় পুরুষ’ নামে আরও একটি ছবিতে অভিনয় করার কথা ছিল জিতের। লকডাউনের কারণে ছবিটি আর হয়ে ওঠেনি।

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

প্রধানমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্যের সমর্থনে লারা, কী বললেন বলি অভিনেত্রী?

কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাহুল গান্ধী বলেছিলেন, কার হাতে কত সম্পত্তি আছে তা সমীক্ষা করে দেখা হবে। কংগ্রেস ক্ষমতায় এলে তা করবে।