টলিউডের হার্টথ্রব অভিনেতা জিৎ। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে পর্দায় ঝড় তোলেন তিনি।
‘রাবণ’ এর পর এবার ‘চেঙ্গিজ’ নিয়ে ফিরছেন জিৎ। আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে আসছে জিৎ-এর নতুন অ্যাকশন ছবি। তবে বাংলার পাশাপাশি একই সঙ্গে হিন্দি ভাষাতেও মুক্তি পাবে ‘চেঙ্গিজ’। বাংলা ইন্ডাস্ট্রিতে চেঙ্গিজ প্রথম ছবি হতে চলেছে যা একই দিনে বাংলা এবং হিন্দি দ্বৈত ভাষায় মুক্তি পাবে।
ছবিতে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন জিৎ। সঙ্গে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। জিৎস ফিল্মওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
ন’য়ের দশকের কলকাতা উঠে আসবে ছবির পটভূমিকায়। যেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যও রয়েছে। ছবিটি হতে চলেছে পুরোদস্তুর বানিজ্যিক ছবি। কলকাতাতেই ছবির বেশিরভাগ অংশের শুট হয়েছে। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা শাতাফ ফিগারকে।
আগামী ২১ এপ্রিল ‘চেঙ্গিজ’ নিয়ে আসছে জিৎ। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আসন্ন ছবির পোস্টার শেয়ার করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।