Home খেলাধুলো ফুটবল এশিয়াড মহিলা ফুটবল: এগিয়ে গিয়েও তাইপেই-এর কাছে হেরে গেল ভারত 

এশিয়াড মহিলা ফুটবল: এগিয়ে গিয়েও তাইপেই-এর কাছে হেরে গেল ভারত 

0

চাইনিজ তাইপেই ২ (লি চিন লাই, সুয়ান সু) ভারত ১ (অঞ্জু তামাং)

হ্যাংঝাউ: প্রায় সমানে সমানেই খেলেছিল নীল বাঘিনীরা। কিন্তু শেষরক্ষা করতে পারল না। বৃহস্পতিবার চিনের হ্যাংঝাউয়ে ১৯তম এশিয়ান গেমসে মহিলা ফুটবলের আসরে গ্রুপ ‘বি’-র খেলায় ভারত ১-২ গোলে হেরে গেল চাইনিজ তাইপেই-এর কাছে।

এ দিন ম্যাচ শুরুর প্রথম মুহূর্ত থেকেই মনে হচ্ছিল, ভারতীয় মহিলা ফুটবল দল পুরুষ ফুটবল দলের চেয়ে অনেক ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। তারা আজ তাইপেই-এর কাছে হেরে গিয়েছে বটে, কিন্তু লড়াই করে হেরেছে। এ দিন খেলার ফল উলটোও হতে পারত।  

প্রথমার্ধ গোলশূন্য

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। বলের দখলদারি চাইনিজ তাইপেই-এর খেলোয়াড়দের বেশি থাকলেও, ভারত সমানে টক্কর দিয়েছে। প্রথমার্ধের শেষ দিকে মোটামুটি ভারতীয় খেলোয়াড়দের পায়েই বেশি বল ছিল।

এই অর্ধে গোল করার সুযোগও পায় ভারত। খেলার একেবারে শুরুতেই আক্রমণ শানায় চাইনিজ তাইপেই। কিন্তু বল কেড়ে নিয়ে আক্রমণে উঠে আসে ভারত। বাঁ দিক থেকে উঠে এসে মনীষা কল্যাণ বল বাড়ান বালা দেবীকে। কর্নারের বিনিময়ে ভারতের সেই আক্রমণ থেকে বাঁচে তাইপেই। ৬ মিনিটের মাথায় তাইপেই প্রায় গোল করে ফেলেছিল। নিজেদের অর্ধেই বলের দখলদারি হারায় ভারত। বল চলে যায় প্রতিপক্ষ দলের ইয়েন পিং চেনের পায়ে। চেন ভারতের গোল লক্ষ্য করে যে শট নেন তা বাঁচিয়ে দেন শ্রেয়া হুডা।

এর পর চাইনিজ তাইপেই-ই বেশি আক্রমণ শানায়। কিন্ত ভারতও মাঝেমাঝেই প্রতি- আক্রমণে উঠে আসে। ম্যাচের গোল করার সুবর্ণ সুযোগ পায় ভারত। তাইপেই-এর গোল লক্ষ্য করে মনীষা যে শট নেন তা ক্রসবারে লেগে চলে যায় ভারতের অঞ্জুর কাছে। অঞ্জু কাছাকাছি পোস্টের দিকে শট নেন। বল গোলের বাইরের জালে জড়িয়ে যায়। ৪৩ মিনিটে গোল করার ফের সুযোগ পায় ভারত। বাঁ দিক থেকে মনীষা বল উঁচু করে পাঠায়। বল পাওয়ার জন্য বালা দেবী এবং তাইপেই-এর লি পিং ঝাউ লাফিয়ে ওঠেন। শেষ পর্যন্ত ওই দ্বৈরথে ঝাউ জেতেন এবং হেড করে দলকে বিপন্মুক্ত করেন।

তিনটি গোলই দ্বিতীয়ার্ধে  

দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোল করে এগিয়ে যায় ভারত। ম্যাচের ৪৬ মিনিটে তাইপেই-এর বক্সে ভারতীয় খেলোয়াড়দের ভিড় লেগে যায়। প্রথম শট মিং জুং আটকে দেন। বল রিবাউন্ড করে ফিরে এলে অঞ্জু তামাং তা পেয়ে যান। সঙ্গে সঙ্গে দুরন্ত শটে তাইপেই-এর গোলকিপারকে পরাস্ত করেন। ভারত এগিয়ে যায় ১-০ গোলে।

ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত ভারত তাদের লিড ধরে রাখে। কিন্তু এর পরই সমতা ফেরায় তাইপেই। একটা ফ্রি-কিক ভারতের পেনাল্টি বক্সের ঠিক ধারে বল পেয়ে যান লি চিন লাই। লাই সেখান থেকে বাঁ দিকের উঁচু কোণ দিয়ে বল ভারতের জালে জড়িয়ে দেন। শ্রেয়া হুডার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না।

এর পর দু’ পক্ষই জয়সূচক গোল করার চেষ্টা করে। কিন্তু ৮৪ মিনিটে সেই গোল পেয়ে যায় তাইপেই। অনেক দূর থেকে নেওয়া একটা শট ঠিকমতো ধরতে পারেন না হুডা। বল চলে যায় সুয়ান সু-র কাছে। সুয়ান সু গোল করতে কোনো ভুলচুক করেননি। শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২-১ গোলে জিতে যায় চাইনিজ তাইপেই।

আরও পড়ুন

এশিয়াড ফুটবল: বাংলাদেশকে নামমাত্র গোলে হারাল ভারত

এশিয়াড মহিলা ক্রিকেট: বৃষ্টির জন্য মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে ফল হল না, ভারত সেমিফাইনালে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version