ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে চলেছে করিনা কাপুর খানের। এই খবরটি অনেকদিন ধরেই প্রায় কমবেশি সব ভক্তরাই জেনে গেছে।
যে সিনেমার মাধ্যমে ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন করিনা, সেই ওয়েব সিরিজের নাম ‘জানে যাঁ’। সদ্য প্রকাশ্যে এল এই ছবির ফার্স্ট লুক পোস্টার।
জানে জা-র মধ্যে রয়েছে থ্রিলারের স্বাদ। ট্রেলার মুক্তির দিন ঘোষণা করে করিনা ক্যাপশনে লেখেন, থ্রিলার একদম ঘরের দরজায় কড়া নাড়ছে। আর মাত্র তিন দিনের অপেক্ষা। এরপরই আসছে জানে জা-র ট্রেলার। টিজার-পোস্টারের পর ট্রেলারে যে একটা বড়সড় ধামাকা হবে তা বলাইবাহুল্য।
এই ক্রাইম থ্রিলারের পরিচালক সুজয় ঘোষ। করিনার সঙ্গেই ছবিটিতে অভিনয় করছেন বিজয় বর্মা, জয়দীপ আহলাওয়াত প্রমুখ।
পড়ুন: পদ্মাপারে চঞ্চলের সাথে পর্দায় জুটি বাঁধছেন স্বস্তিকা, কবে থেকে শুরু ছবির শুটিং?
‘জানে যাঁ’-র মুক্তির দিন ঘোষণা করা হল। ছবিটি মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর। ছবিটি জাপানের লেখক কিগো হিগাশিনোর জনপ্রিয় উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর হিন্দি অ্যাডাপ্টেশন।
গত বছরই শুটিং শুরু হয়েছিল এই ছবির। চলতি বছরের প্রথমার্ধে শুটিং শেষ হয়। একজন বিবাহবিচ্ছিন্না সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করছেন করিনা। তাঁর প্রাক্তন স্বামী আচমকা এক সন্ধ্যাবেলায় তাঁর সামনে আসেন। পুলিশি তদন্ত চলাকালীন এক প্রতিবেশীর সহায়তায় স্বামীকে খুন করেছিল করিনা অভিনীত চরিত্রটি। এরপর কী হয়, তা জানতে গেলে দেখতে হবে এই ছবি।
‘জানে যাঁ’-র পর আরও একটি থ্রিলারে অভিনয় করবেন করিনা। যার পরিচালনা করবেন হনশল মেহতা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

